এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,২৯ অক্টোবর : ২০১৮ সালে ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের (FATF) ধূসর তালিকায় পাকিস্তানের অন্তর্ভুক্তির পর থেকে ভারতে সন্ত্রাসবাদী ঘটনা কমে এসেছিল । কিন্তু পাকিস্থান ‘এফএটিএ’-এর ধূসর তালিকা থেকে বাদ দেওয়া নিয়ে আলোচনা শুরু হতেই ভারতে সন্ত্রাসবাদী কর্মকান্ড বেড়েছে – শুক্রবার জাতিসংঘের কাউন্টার টেরোরিজম কমিটিকে (সিটিসি) এই তথ্য দিয়েছে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তারা । ভারতের গোয়েন্দারা দাবি করেছেন, পাকিস্তান ধূসর তালিকায় থাকায় ভারতে ‘হার্ড টার্গেট’ হ্রাস পেয়েছিল এবং পাকিস্তানের মাটিতে সন্ত্রাসবাদী ঘাঁটি ৭৫ শতাংশ পর্যন্ত হ্রাস পেয়েছিল ।
সিনিয়র ইন্টেলিজেন্স ব্যুরোর আধিকারিক সাফি রিজভি পাকিস্তানের নাম না করে বলেছেন, ‘এফএটিএফ-এর গ্রে-লিস্টিং এবং ২০০১ সালে জইশ-ই-মোহাম্মদ এবং ২০০৫ সালে লস্কর-ই- তৈয়বাকে জাতিসংঘের শনাক্তকরণ প্রক্রিয়ায় ভালো ফল পাওয়া গিয়েছিল । এর ফলে ভারতের র্যাডারে থাকা ৯ সন্ত্রাসীর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছিল ।কাশ্মীরে সন্ত্রাসবাদী হামলা হ্রাস পেয়েছিল । এছাড়া ২০১৮ থেকে ২০২১ সালের মধ্যে আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদী হামলা, সন্ত্রাসবাদে অর্থায়ন সংক্রান্ত মামলা এবং সন্ত্রাসবাদী কর্মকাণ্ডে হ্রাস পেয়েছিল ।’
তিনি বলেন,’কিন্তু যে মুহূর্তে আলোচনা শুরু হয়েছিল যে (পাকিস্তানের) ধূসর তালিকা শেষ হতে চলেছে, ফের সন্ত্রাসবাদী কর্মকান্ড বাড়তে শুরু করেছে । সন্ত্রাসবাদী ঘাঁটি ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে ।’ তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন,’এবার আরও বড় ধরনের হামলা হতে পারে ।’একই সঙ্গে আরও অনেক সমস্যা দেখা দিতে পারে বলেও তাঁর আশঙ্কা ।।