এইদিন বিনোদন ডেস্ক,০৯ আগস্ট : ভারতের প্রথম অ্যানিমেশন ছবি “মহাবতার নরসিংহ” বক্স অফিসে তোলপাড় ফেলেছে । শুধুমাত্র হিন্দিতেই উপার্জন করে ফেলেছে ৮০ কোটি টাকার অধিক । বিশ্বব্যাপী ১০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে ছবিটি এবং ব্লকবাস্টার তালিকায় স্থান করে নিয়েছে। কন্নড় অ্যানিমেশন ছবি মহাবতার নরসিংহ মুক্তি পেয়েছে গত ২৫ জুলাই । তারপর থেকে, ছবিটি বক্স অফিসে আয়ের ক্ষেত্রে সাফল্য অটুট রেখেছে ।
প্রখ্যাত বক্স অফিস বিশেষজ্ঞ তারান আদর্শ জানিয়েছেন, মহাবতার নরসিংহ হিন্দিতে দ্বিতীয় সপ্তাহে ভালো ব্যবসা করছে, প্রথম সপ্তাহের তুলনায় ৫৭.২৮% বেশি আয় করেছে। দ্বিতীয় সপ্তাহান্তে ছবিটির মোট আয় বেড়ে ৮৪.৪৪ কোটি টাকা হয়েছে। এর ফলে, ছবিটি শুধুমাত্র হিন্দিতে ১০০ কোটি টাকার দিকে এক ধাপ এগিয়ে গেছে বলে তিনি জানান । কোনও তারকা অভিনেতা-অভিনেত্রী ছাড়াই মুক্তিপ্রাপ্ত এই ছবিটি এখন ভারতীয় চলচ্চিত্র জগতে এক নতুন মাইলফলক ছুঁয়েছে। অশ্বিন কুমার পরিচালিত এবং শিল্পা ধাওয়ান, কুশল দেশাই, চৈতন্য দেশাই প্রযোজিত ক্লেম প্রোডাকশনের ব্যানারে, হোম্বলে ফিল্মস দ্বারা উপস্থাপিত কন্নড় অ্যানিমেশন ছবি মহাবতার নরসিংহ।।