এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,৩১ মে : চলতি বছরেই চীনকে পিছনে ফেলে বিশ্বের শীর্ষ জনবহুল দেশের তকমা পেয়ে গেছে ভারত । ওয়ার্ল্ড ওফ স্টাটিস্টিকস এর রিপোর্ট অনুযায়ী ভারতের বর্তমান জনসংখ্যা ১,৪২, ৭৪,৯৭,৭৫৬ । ১৭,৯৫,৮৯৭ কম জনসংখ্যা নিয়ে বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশের দ্বিতীয় স্থানে রয়েছে চীন । ভারতে যেভাবে দ্রুত জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে তা ২১০০ সালে ২০০ কোটির মাইলস্টোন স্পর্শ করে ফেলবে বলে অনুমান করছেন বিশেষজ্ঞরা ।
রিপোর্ট অনুযায়ী বর্তমানে বিশ্বের জনসংখ্যা ৮০৩ কোটি ৫৯ লক্ষ ৯৯ হাজার ৭২৩ জন । তার মধ্যে বিশ্বের অনান্য দেশের বর্তমান জনসংখ্যা দেখে নেওয়া যাক :-
চীন : ১৪২ কোটি ৫৭ লক্ষ ০১ হাজার ৮৬৮
আমেরিকা : ৩৩ কোটি ৯৮ লক্ষ ৩৯ হাজার ৬৬৩
ইন্দোনেশিয়া : ২৭ কোটি ৭৩ লক্ষ ৩৭ হাজার ৭৭৯
পাকিস্তান : ২৪ কোটি ৮১ হাজার ৯৪০
নাইজেরিয়া : ২২ কোটি ৩৩ লক্ষ ৫০ হাজার ৯৫৫
ব্রাজিল : ২১ কোটি ৬৩ লক্ষ ১৬ হাজার ৩২১
বাংলাদেশ : ১৭ কোটি ২৮ লক্ষ ০৩ হাজার ৯০৮
রাশিয়া : ১৪ কোটি ৪৪ লক্ষ ৮৭ হাজার ০২৫
মেক্সিকো : ১২ কোটি ৮৩ লক্ষ ৭৪ হাজার ৮২৭
ওয়ার্ল্ড ওফ স্টাটিস্টিকস-এর তালিকা অনুযায়ী অনান্য দেশগুলির জনসংখ্যা হল :
জাপান : 123,350,950
মিশর : 112,567,812
ইরান : 89,116,601
তুরস্ক : 85,777,584
জার্মানি : 83,297,873
ব্রিটেন : 67,717,360
ফ্রান্স : 64,745,783
দক্ষিণ আফ্রিকা : 60,367,781
ইতালি : 58,885,343
দক্ষিণ কোরিয়া : 51,787,299
স্পেন : 47,523,408
আর্জেন্টিনা : 45,749,312
কানাডা : 38,753,209
সৌদি আরব : 36,901,393
ইউক্রেন : 36,629,069
ভেনিজুয়েলা : 28,790,167
অস্ট্রেলিয়া : 26,416,700
কাজাখস্তান : 19,588,543
নেদারল্যান্ডস : 17,613,709
সুইডেন : 10,606,686
ইউ এ ই : 9,510,391
অস্ট্রিয়া : 8,957,340
সুইজারল্যান্ড : 8,791,809
সিঙ্গাপুর : 6,011,483
ডেনমার্ক : 5,908,483
ফিনল্যান্ড : 5,545,205
নরওয়ে : 5,470,850
লুক্সেমবার্গ : 654,228
আইসল্যান্ড : 375,048
সেশেলস : 107,660
মোনাকো : 36,297
টুভালু : 11,396
ভ্যাটিকান : 518

