এইদিন ওয়েবডেস্ক,২৬ অক্টোবর : নিজের দেশের প্রতি প্রত্যেকেরেই সমর্থন থাকে,থাকা উচিতও । বিশেষ করে খেলাধুলায় এই সমর্থন আরও প্রকটভাবে দেখতে পাওয়া যায় । আর যেকোনো খেলায় জয় যদি পাকিস্তানের বিরুদ্ধে আসে তবে তার আনন্দই আলাদা । টি-টোয়েন্টি বিশ্বকাপে সম্প্রতি পাকিস্তানের সঙ্গে রুদ্ধশ্বাস জয়ের পর গোট দেশ জুড়ে আনন্দের আবহ । অনেকের জিজ্ঞাস্য দেশের এই জয়কে কেমনভাবে দেখছেন ভারতের মহিলা টেনিস তারকা ? বাস্তবটা জানলে প্রতিটি ভারতীয় কিছুটা হলেও রুষ্ট হবেন । কারন পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক শোয়েব মালিকের পত্নী সানিয়ার সমর্থন ছিল শ্বশুরবাড়ির দেশের প্রতিই ।
ম্যাচ শেষ হওয়ার পর সানিয়া একটি ভিডিও ইনস্টাগ্রামে আপলোড করেছেন । যেখানে দেখা গেছে গোটা পরিবার মিলে ভারত-পাক ম্যাচ উপভোগ করেছেন । টেলিভিশনের সামনে সোফায় বসে আছে সানিয়ার পরিবারের সদস্যরা। তাঁরা লাফিয়ে উঠে মুহুর্মুহু করতালি দিয়ে উপভোগ করছেন ম্যাচ । আর ওই ভিডিওর নিচে বেশ কয়েকটি কান্নার ইমোজি দিয়েছেন সানিয়া । যার অর্থ পাকিস্থানের পরাজয়ে তিনি ব্যাথিত ।
শুধু তাইই নয়,কোহলি ও হার্দিক পান্ডিয়া যখন ব্যাট হাতে পাকিস্থানের বোলাদের উপর মুহুর্মুহু আক্রমণ করে যাচ্ছিলেন তখন সানিয়া বলে উঠেন, এই দুজনের মতো (পাকিস্থানের) কেউ যদি দাঁড়াতে পারত ! যদিও এটা নিছক একটি খেলা, তা সত্ত্বেও ভারতের টেনিস তারকা সানিয়া মির্জার এহেন মানসিকতায় ক্ষুব্ধ দেশের অধিকাংশ ক্রিকেটপ্রেমী ।।