এইদিন ওয়েবডেস্ক,নয়া দিল্লি,২৪ ডিসেম্বর : আন্তর্জাতিক ক্রিকেটকে চির বিদায় জানালেন ভারতীয় স্পিনার হরভজন সিং । শুক্রবার তিনি ট্যুইট করে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন । ‘হরভজন টার্বানেটর’ ট্যুইটারে লেখেন, ‘সমস্ত ভালো জিনিসের অবসান ঘটে এবং আজ আমি সেই খেলাটিকে বিদায় জানাচ্ছি যা আমাকে জীবনের সব কিছু দিয়েছে । আমি তাঁদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই যাঁরা বিগত ২৩ বছরের দীর্ঘ যাত্রায় সঙ্গ দিয়ে সুন্দর এবং স্মরণীয় করে রেখেছেন । আপনাদের অনেক অনেক ধন্যবাদ । ‘
৪১ বর্ষীয় হরভজন সিংয়ের আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে অভিষেক হয় ২০০৮ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে । এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটে ১৯৯৮ সালে শারজাতে নিউজিল্যান্ডের বিপক্ষে অভিষেক হয় তাঁর । তিনি ২০০৬ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন । হরভজন সিং ভারতের হয়ে তার শেষ আন্তর্জাতিক ম্যাচটি খেলেছিলেন ৫ বছর আগে ২০১৬ সালে এশিয়া কাপ টি-টোয়েন্টিতে সংযুক্ত আরব আমিশাহির বিপক্ষে ।
প্রতিভাবান এই স্পিনার ভারতের হয়ে ১০৩ টি টেস্ট ম্যাচ খেলে ৪১৭ টি উইকেট নিয়েছেন । এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটে ২৩৬ টি ম্যাচ খেলে ২৬৯ টি উইকেট নিয়েছেন ভাজ্জি । টি-টোয়েন্টিতে তাঁর উইকেট সংখ্যা ২৮ ম্যাচে ২৫ । এছাড়া হরভজন সিং আইপিএল ২০২১-এ কেকেআর-এর হয়ে খেলেছেন । তিনি আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংসের হয়েও খেলেছেন । আইপিএলে ১৬৩ ম্যাচ খেলে ১৫০ টি উইকেট নিয়েছেন হরভজন সিং ।।