এইদিন ওয়েবডেস্ক,আঙ্কারা,১০ ফেব্রুয়ারী : ভয়াবহ ভূমিকম্পের পর তুরস্কের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ভারত । উদ্ধারকাজে তিনটি ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের (এনডিআরএফ) দল তুরস্কে পাঠিয়েছে নয়াদিল্লি । ওই দলগুলি বর্তমানে তুরস্কে ত্রাণ ও উদ্ধার অভিযানে নিযুক্ত । তার মধ্যে একটি দল বৃহস্পতিবার গাজিয়ানটেপে ধ্বংসাবশেষের নিচে আটকে পড়া ছয় বছর বয়সী একটি মেয়েকে সফলভাবে জীবিত উদ্ধার করেছে । কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র উদ্ধার অভিযানের একটি ভিডিও সহ টুইট করেছেন,’এই প্রাকৃতিক দুর্যোগে ভারত তুরস্কের পাশে দাঁড়িয়েছে। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার ও ত্রাণ তৎপরতা চালানো হচ্ছে । আইএনডি-১১ (IND-11) টিম আজ গাজিয়ানটেপের নুরদাগি থেকে একটি 6 বছর বয়সী মেয়েকে সফলভাবে বের করেছে ।’
অন্য একটি টুইটে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন,’আমরা এনডিআরএফ-এর জন্য গর্বিত। তুরস্কে উদ্ধারকাজে নিয়োজিত আইএনডি-১১ টিম গাজিয়ানটেপ শহরের ছয় বছরের মেয়ে বেরেন-এর জীবন বাঁচিয়েছে। প্রধানমন্ত্রী মোদির নির্দেশনায় আমরা এনডিআরএফ এইচকিউকে বিশ্বের শীর্ষস্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা বাহিনী হিসেবে গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ ।’
সোমবার তুরস্ক ও সিরিয়ায় ৭.৮ মাত্রার ভূমিকম্প হয় । তারপর একাধিক আফটার শকের মুখোমুখি হয়েছিল দেশটি । এযাবৎ ১৯,৩০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে। তুরস্ক ও সিরিয়াকে সহায়তা দিতে ভারত ‘অপারেশন দোস্ত’ শুরু করেছে ।।