এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,০৫ নভেম্বর : যাত্রীদের একটি দারুন সুবিধা দিচ্ছে ভারতীয় রেল । কিন্তু তথ্যের অভাবের কারনে রেলযাত্রীরা এর সুবিধা নিতে পারছেন না । বহু যাত্রীদের এটা অজানা যে রেলওয়ে এক টাকারও কম দামে ১০ লক্ষ টাকা পর্যন্ত বীমা কভার দেয় । রেলযাত্রার সময় কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটলে রেলের বীমার মাধ্যমে (Railway Travel Insurance) যাত্রীদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করেছে ভারতীয় রেলওয়ে । তবে যারা অনলাইনে টিকিট বুক করেন, একমাত্র তারাই এই সুবিধা পাবেন । এবার জানুন কিভাবে নেবেন এই সুবিধা :
আপনি টিকিট বুক করার সময় বীমার বিকল্প পাবেন । যেটিতে ক্লিক করে আপনি ১০ লাখ ভ্রমণ বীমার সুবিধা নিতে পারেন । এর জন্য, বুকিং করার সময় আপনাকে ১ টাকা অতিরিক্ত চার্জ দিতে হবে । আপনি বীমার বিকল্পতে ক্লিক করার পর আপনার মোবাইল নম্বরে একটি লিঙ্ক আসবে । এখানে গিয়ে আপনাকে আপনার নমিনির বিবরণ পূরণ করতে হবে । রেলের তরফে জানানো হয়েছে, যাত্রী মারা গেলে বিমা সংস্থা নমিনিকে ১০ লাখ টাকা দেবে । পাশাপাশি দুর্ঘটনায় আহত ব্যক্তিকে চিকিৎসার খরচ বাবদ প্রায় ২ লাখ টাকা এবং রেলযাত্রী দূর্ঘটনায় স্থায়ীভাবে অক্ষম হয়ে গেলে ৭.৫ লাখ টাকা দেওয়া হবে ।।