এইদিন ওয়েবডেস্ক, সেকেন্দ্রাবাদ (তেলেঙ্গানা), ০৫ মার্চ : দেশীয় প্রযুক্তিতে তৈরি স্বয়ংক্রিয় ট্রেন সুরক্ষা (ATP) ব্যবস্থা “কবচ”(Kavach) -এর সফল পরীক্ষা করল ভারতীয় রেল । এটি এমন একটি লেজার-ভিত্তিক ডিভাইস যা দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ এড়াতে সক্ষম । এছাড়া গেট কাছে আসার সাথে সাথে চালকের কোনও হস্তক্ষেপ ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে হুইসেল বাজানো শুরু করবে এই বিশেষ যন্ত্রটি । তেলেঙ্গানার সেকেন্দ্রাবাদের কাছে পরীক্ষা করা ডিভাইসটির ফুটেজ টুইটারে শেয়ার করে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন,এই বিশেষ যন্ত্রটির পরীক্ষা সফলভাবে করা হয়েছে । পাশাপাশি তিনি জানিয়েছেন,’কবচ’ এমন একটি লেজার-ভিত্তিক ঢাল যে একই ট্র্যাকে দুটি ট্রেন চলে এলে উভয় ইঞ্জিনের গতিবেগ ৩০ কিমি/ঘন্টা কমে যাবে । একই ট্র্যাকে একে অপরের কাছাকাছি আসা দুটি ট্রেন বা লোকোর মধ্যে কবচের সাহায্যে একটি রিয়ার এন্ড সংঘর্ষ এড়ানো সম্ভব হয়েছে । তাদের মধ্যে প্রায় ৩৮০ মিটার দূরত্বে কবচ দ্বারা লোকো স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায় বলে তিনি জানান ।
রেলমন্ত্রী সংবাদ মাধ্যমের কাছে বলেন, ‘ দেশীয় প্রযুক্তিতে তৈরি উন্নত এই এটিপি(Automatic Train Protection) সিস্টেম ২০২২-২৩ অর্থবছরে ২,০০০ কিমি থেকে শুরু করে সমগ্র রেল নেটওয়ার্ক জুড়ে মোতায়েন করা হবে এবং পরবর্তী বছরে ৪,০০০ থেকে ৫,০০০ কিলোমিটারের মধ্যে চালু করা হবে ।।