এইদিন আন্তর্জাতিক ডেস্ক,০৭ জুন : ইসরায়েলের সামরিক অভিযানে কার্যত ধ্বংসস্তুপে পরিনত হয়েছে গাজা ৷ বর্তমানে গাজার সাধারণ মানুষ তীব্র খাদ্য সঙ্কটের মুখে পড়েছে ৷ বিভিন্ন দেশ ত্রাণ পাঠাচ্ছে গাজায় । কিন্তু ত্রাণ সামগ্রী সাধারণ মানুষের মধ্যে বিতরণ না করে খোলা বাজারে চড়া দামে বিক্রি করছে ফিলিস্তিনি সন্ত্রাসী গোষ্ঠী হামাস ৷ তার প্রমান দিলেন গাজার বাসিন্দা মহম্মদ জাওয়াদ নামে এক ব্যক্তি ৷ তিনি এক্স-এ নিজের শিশুপুত্রের হাতে ভারতের পার্লে-জি বিস্কুটের প্যাকেট তুলে দেওয়ার ভিডিও শেয়ার করে লিখেছেন,’অনেক অপেক্ষার পর, অবশেষে আজ আমি রফিফের প্রিয় বিস্কুটটি পেলাম। যদিও দাম ১.৫০ ইউরো থেকে বেড়ে ২৪ ইউরোরও বেশি হয়েছে, তবুও আমি রফিফকে তার প্রিয় খাবারটি অস্বীকার করতে পারিনি।’ আসলে রফিক তার শিশুপুত্র । তার পুত্রের ভারতের পার্লে-জি বিস্কুট খুব পছন্দ । কিন্তু তার হিসাব অনুযায়ী, ভারতে পার্লে-জির ৫ টাকার প্যাকেটের বিস্কুট প্রায় ২৩৪২ টাকায় বিক্রি করছে সন্ত্রাসী গোষ্ঠী হামাস ।
পোস্টটিতে অনেক ইতিবাচক মন্তব্য রয়েছে। মন্তব্যে বলা হয়েছে যে ভারত ফিলিস্তিনিদের জন্য সাহায্য হিসেবে পার্লে জি পাঠিয়েছিল, কিন্তু হামাস সাহায্যটি দখল করে চড়া দামে বিক্রি করছে। এর উত্তরে জাওয়াদ বলেন, ‘কিছু লোক মনে করে যে গাজার জনগণকে যে সাহায্য দেওয়া হচ্ছে তা সুষ্ঠুভাবে বিতরণ করা হবে। অনেক লোক আছে যারা সাহায্য চুরি করে বাজারে চড়া দামে বিক্রি করার চেষ্টা করছে। উদাহরণস্বরূপ, আটা প্রায় ৫০০ ডলারে এবং চিনি প্রায় ৯০ ডলারে প্রতি কেজি বিক্রি হয়। যারা চড়া দামে কিনতে পারে না তারা তাদের জীবনের ঝুঁকি নিচ্ছে। এদিকে, অন্যরা বিশাল লাভ করছে ।’
বৃহস্পতিবার প্রকাশিত জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজার শিশুদের মধ্যে অপুষ্টির হার বাড়ছে। ফেব্রুয়ারি থেকে পাঁচ বছরের কম বয়সী শিশুদের মধ্যে অপুষ্টির হার প্রায় তিনগুণ বেড়েছে। মে মাসের শেষ পর্যন্ত রিপোর্টে ৫০,০০০ শিশুর মধ্যে ৫.৮ শতাংশ অপুষ্টিতে ভুগছে বলে জানা গেছে ।।

