এইদিন ওয়েবডেস্ক,ক্যালিফোর্নিয়া,০৬ অক্টোবর : মার্কিন যুক্তরাষ্ট্রে বর্ণবিদ্বেষের শিকার হল ভারতীয় বংশভূত একটি পরিবার । পরিবারের ৮ মাসের শিশুকেও রেহাই দেয়নি খুনি । চলতি সপ্তাহের শুরুর দিকে ক্যালিফোর্নিয়া থেকে চার পরিবারের সদস্যদের একসাথে অপহরণ করা হয়েছিল । বুধবার ক্যালিফোর্নিয়ার একটি গ্রামীণ এলাকা থেকে তাঁদের মৃত অবস্থায় পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ । নিহতরা হল শিশুকন্যা আরোহি ধেরি (৮ মাস), আরোহি মা জসলিন কৌর(২৭), বাবা জসদীপ সিং(৩৬), এবং কাকা আমনদীপ সিং(৩৯) । এই ঘটনায় জেসাস ম্যানুয়েল সালগাদো (Jesus Manuel Salgado) নামে এক ৪৮ বছরের দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ । তবে পুলিশের হাতে ধরা পড়ার আগে সে নিজেকে গুলি করে আত্মহত্যার চেষ্টা করেছিল বলে খবর । ধৃতকে আদালতে তুলে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ ।
উত্তর ক্যালিফোর্নিয়া কাউন্টি শহরে একটি ফার্ম চালাতেন জসদীপ ও আমনদীপ । চার জনের সংসার ছিল তাঁদের । গত সোমবার বেলা ১ টা নাগাদ গোটা পরিবারটিকে অপহরণ করা হয়েছিল । জানা গেছে,সিসিটিভি ফুটেজের সুত্র ধরে এক মুখোশধারীকে চিহ্নিত করে পুলিশ । শিশুকন্যাসহ জসলিন কৌরকে জোর করে একটি জিপে তুলতে দেখা গেছে ওই দুষ্কৃতীকে ।
বুধবার রাতে এক সংবাদিক সম্মেলনে মার্সেড কাউন্টির শেরিফ ভার্ন ওয়ার্নকে (Merced County Sheriff Vern Warnke) বলেন,’ আমাদের সবচেয়ে খারাপ আশঙ্কাই সত্যি হল । আমি তীব্র ক্ষোভ অনুভব করছি । এই ঘটনার নিন্দা করার কোনো ভাষা খুঁজে পাচ্ছি না । আমি আগেই বলেছিলাম এই লোকটার জন্য নরকে একটা বিশেষ জায়গা আছে ।’
প্রসঙ্গত,বেশ কিছুদিন ধরে আমেরিকায় বর্ণবিদ্বেষের শিকার হচ্ছেন ভারতীয় বংশভূতরা । সাম্প্রতিক সময়ে ভারতীয়দের প্রকাশ্য রাস্তায় হেনস্থা করতে দেখা গিয়েছিল । সেই সমস্ত ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল । এছাড়া বর্ণ বিদ্বেষের কারনে বেশ কিছু খুনের ঘটনাও ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে ।।