এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,৩০ জানুয়ারী : পাকিস্তান প্রতিনিয়ত ভারতের ক্ষতি করার চেষ্টা করলেও ওই ইসলামের রাষ্ট্রটির বিপদের সময় তাদের পাশে এসে দাঁড়াতে কোনো কার্পন্য করল না ভারতীয় সেনা । সোমালি জলদস্যুদের হাতে বন্দি পাকিস্তানের মাছ ধরার জাহাজ ‘আল নাঈমি’র ১৯ জন ক্রু সদস্য ও জাহাজকে উদ্ধার করেছে ভারতীয়র নৌবাহিনীর যুদ্ধজাহাজ আইএনএস সুমিত্র । কোচির উপকূল থেকে প্রায় ৮০০ নটিক্যাল মাইল দূরে সোমালি জলদস্যুদের দ্বারা মাছ ধরার জাহাজটিকে হাইজ্যাক করা হয়েছিল।
ভারতীয় নৌবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ‘দ্বিতীয় সফল এন্টি পাইরেসি অপারেশন পরিচালনা করে সোমালি জলদস্যুদের হাত থেকে ১৯ জন ক্রু সদস্য ও জাহাজটিকে উদ্ধার করা হয়েছে । ভারতীয় নৌবাহিনী জলদস্যুদের প্রচেষ্টাকে ব্যর্থ করে, যুদ্ধজাহাজটি সোমালিয়ার পূর্ব উপকূলে আরেকটি সফল অ্যান্টি-পাইরেসি অপারেশন চালিয়েছে, মাছ ধরার জাহাজ আল নাঈমি এবং তার ক্রুকে (১৯ পাকিস্তানি নাগরিক) ১১ সোমালি জলদস্যুদের হাত থেকে উদ্ধার করেছে। আইএনএস সুমিত্র, এমভি ইমানকে উদ্ধার করার পরে, আবারো একটি ইরানী পতাকাযুক্ত এফভি জাহাজ সনাক্ত করে যেটি জলদস্যুদের দ্বারা হাইজ্যাক করা হয়েছিল এবং তার ক্রু সদস্যদের পনবন্দি করা হয়েছিল। উন্নয়নশীল পরিস্থিতিতে দ্রুত সাড়া দিয়ে সুমিত্রা গত ২৯ জানুয়ারী জাহাজটিকে ক্রু সদস্য সহ জলদস্যুদের হাট থেকে মুক্ত করে ।’
প্রসঙ্গত,একদিন আগে ভারতীয় নৌবাহিনী সফল অভিযান চালিয়েছিল। সোমালি জলদস্যুদের হাতে অপহৃত ইরানের জেলেদের উদ্ধার করে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ আইএনএস সুমিত্র। জলদস্যুরা ইরানের জাহাজটি হাইজ্যাক করে, যেটিতে প্রায় ১৭ জন ক্রু সদস্য ছিল। কোচির প্রায় ৮৫০ নটিক্যাল মাইল পশ্চিমে দক্ষিণ আরব সাগরে মোতায়েন করা মিশন ইন্ডিয়ান নেভির যুদ্ধজাহাজ দ্বারা ওই অভিযান পরিচালনা করা হয় ।।