এইদিন স্পোর্টস নিউজ,২২ জানুয়ারী : আইসিসি অনুর্ধ ১৯ মহিলা টি-২০ বিশ্বকাপ ২০২৫ ম্যাচে ভারত বিস্ময়কর প্রদর্শন করেছে। মাত্র ১৭ বলে মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাস সৃষ্টি করে । মালয়েশিয়ার পুরো দল ৩১ রানে গুটিয়ে যায়, ভারত ২.৫ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় । তারকা বোলার বৈষ্ণবী হ্যাটট্রিক সহ ৫ রানে ৫ উইকেট নিয়ে বিস্ময়কর প্রদর্শন করেছেন। বৈষ্ণবী প্রথম ভারতীয় খেলোয়াড় যিনি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপে এই কীর্তি অর্জন করেছেন । বৈষ্ণবী শর্মা প্রাণঘাতী বোলিং করেন, ১৪তম ওভারের দ্বিতীয় বলে নূর আইন বিন্তি রোসলান, তৃতীয় বলে নূর ইসমা দানিয়া এবং চতুর্থ বলে সিতি নাজওয়াকে আউট করেন।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত প্রথম দেশ হিসেবে ১৭ বলে ম্যাচ জিতেছে। ভারত ২.৫ ওভারে ১০ উইকেটে জিততে ৩২ রান করেছে। এ নিয়ে গ্রুপ-এ-তে টানা দুই জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে ভারতীয় সিংহীরা । এর আগে ইন্ডিজকে ৯ উইকেটে হারিয়েছিল তারা।
কুয়ালালামপুরের বায়োমাস ওভালে প্রথমে ব্যাট করে শুরুটা ভালো করতে পারেনি মালয়েশিয়ান দল। দ্বিতীয় ওভারে প্রথম শট পায় তারা । শীঘ্রই তার পুরো ইনিংস শেষ হয় ১৪.৩ ওভারে। ভারতের তারকা বাঁহাতি স্পিনার বৈষ্ণবী শর্মা ১৪তম ওভারে টানা ৩ উইকেট নিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন। তার সহবোলার আয়ুশি শুক্লা ৩.৩ ওভারে একটি মেডেনসহ ৮ রানে ৩ উইকেট নেন। এভাবে ৩১ রানে গুটিয়ে যায় প্রতিপক্ষ দল। মজার ব্যাপার হলো, ৩১ রানের মধ্যে অতিরিক্ত রান ১১ । ৩২ রানের লক্ষ্য তাড়া করতে টিম ইন্ডিয়ার কোনো সমস্যা হয়নি। তারা মাত্র ২.৫ ওভারে কোন উইকেট না হারিয়ে ১০ উইকেটে ৩২ রান করে ম্যাচ জিতে নেয় । গোঙ্গাদি ত্রিশা ১২ বলে ৫ বাউন্ডারিতে ২৭ রানে অপরাজিত ছিলেন। অন্য প্রান্তে, জি. কমলিনী ৫ বলে এক বাউন্ডারিসহ ৪ রান করে অপরাজিত থাকেন। ভারতের পরের ম্যাচ ২৩ জানুয়ারি শ্রীলঙ্কার বিরুদ্ধে। এইভাবে খেললে সুপার-৬ পৌঁছানো সহজ হবে বলে মনে করা হচ্ছে ।।