এইদিন ওয়েবডেস্ক,লন্ডন,০৬ জানুয়ারী : মাটনের সঙ্গে গরুর মাংস মেশানোর অভিযোগে ব্রিটেনের একটি পাকিস্থানি রেস্তোরাঁয় ভাংচুর করেছে ভারতীয়রা । সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে । ভিডিওতে রেস্তোরাঁর কর্মীদের ধরে বেদম পেটাতে দেখা গেছে । এছাড়া রেস্তোরাঁর আসবাবপত্র ভাঙচুর করে দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেন রেস্টুরেন্ট মালিক। ব্রিটেনের শেফিল্ডের একটি পাকিস্তানি রেস্তোরাঁয় ছাগলের সঙ্গে গরুর মাংস মিশিয়ে খাবার বিক্রির খবর চাওড় হতেই চরম ক্ষিপ্ত হয় ভারতীয় হিন্দুরা ।
জানা গেছে,শেফিল্ডের আব্বাসিন ডিনার রেস্তোরাঁয় খেতে আসা ভারতীয় বংশোদ্ভূত হিন্দু ক্রেতারা মেনুতে গরুর মাংসের খাবারের নাম দেখে ক্ষুব্ধ হয়ে মালিক মুহাম্মদ উল্লাহর ওপর হামলা চালায়। ব্রিটিশ সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, তারা রেস্তোরাঁর জানালা ভেঙে, চেয়ার ও টেবিল উল্টে এবং বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে । ঘটনার পর স্থানীয় পুলিশ হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় । পরে কয়েকজন ভারতীয়কে আটক করা হয় ।।