এইদিন ওয়েবডেস্ক,নয়া দিল্লি,১৪ আগস্ট : ভারতের জ্যাভেলিন থ্রো অ্যাথলেটিক্স নীরজ চোপড়া টোকিও অলিম্পিকে কার্যত ইতিহাস সৃষ্টি করেছেন । তিনিই একমাত্র ভারতীয় খেলোয়াড় যিনি এবারের টোকিও অলিম্পিকে ট্রাক এন্ড ফিল্ড প্রতিযোগিতায় ( track and field competition) স্বর্ণ পদক অর্জন করেছেন । নীরজকে নিয়ে এবারের অলিম্পিকে ভারতের মোট ৭ প্রতিযোগী পদক জিতেছেন । এটাই এযাবৎ ভারতের সর্বশ্রেষ্ঠ প্রদর্শন । এর আগে ২০১২ সালের লন্ডন অলিম্পিকে ৬ টি পদক জিতেছিল ভারত ।
অলিম্পিককে খেলার জগতে মহাকুম্ভ বলা হয় । বিশ্বের সর্বোৎকৃষ্ট অ্যাথেলিটরা নিজেদের সেরাটা উজার করে দিয়ে তবেই তাঁরা সাফল্যের মুখ দেখতে পান । তাই অলিম্পিক থেকে পদক জিতে আনা খুবই একটা সহজ কাজ নয় । লড়াকু মানসিকতা আর কঠোর অধ্যাবসায় থাকলে তবেই অলিম্পিকে সাফল্য আসে । আর এই দুই গুণই ছিল ভারতের গোল্ডেন বয় নীরজের মধ্যে ।
জানা গেছে,নীরজ বিগত ৫ বছরে ১৬১৭ দিন প্রশিক্ষণ নিয়েছিলেন । তার মধ্যে ৪৫০ দিন ইউরোপে গিয়ে প্রশিক্ষণ নিয়ে আসেন । এছাড়া পাতিয়ালায় ন্যাশনাল কোচিং ক্যাম্পে ১১৬৭ দিন কাটিয়েছেন ৷ প্রশিক্ষণের মধ্যে ১৭৭ বর্শা কিনতে হয়েছিল নীরজের জন্য ।
স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া সুত্রে খবর,টোকিও অলিম্পিকের আগে ভারত সরকার নীরজ চোপড়ার পিছনে ৭ কোটি টাকা ব্যায় করেছিল । নীরজের জন্য বিদেশী কোচ ডাঃ ক্লাউস বার্টোনিটসকে নিযুক্ত করা হয়েছিল । দেওয়া হয়েছিল ব্যক্তিগত ফিজিও। তাকে কেন্দ্রীয় সরকারের স্কিম টপস(Target Olympic Podium Scheme) এর অন্তর্ভুক্ত করা হয়েছিল । নীরজের সমস্ত প্রয়োজন পূরণ করেছিল ভারত সরকার ।।