এইদিন ওয়েবডেস্ক,খারকিভ(ইউক্রেন),২৭ ফেব্রুয়ারী : রাশিয়ার মুহুর্মুহু আক্রমণে ত্রস্ত ইউক্রেন । ভিন দেশীরা তো বটেই,খোদ ইউক্রেনের বাসিন্দারা প্রাণ বাঁচাতে দল বেঁধে দেশ ছাড়ছে । কিন্তু একটি কুকুর শাবকের মায়ায় পড়ে ইউক্রেন ছাড়তে পারছেন না ভারতীয় ইঞ্জিনিয়ারিং পড়ুয়া ঋষভ কৌশিক । ঋষভকে টিকিট দিলেও তাঁর সাধের কুকুর ছানার জন্য প্লেনে জায়গা দিতে রাজি নয় এয়ারলাইন্স কর্তৃপক্ষ । এদিকে বিপদের মধ্যে কোনওভাবেই কুকুরটিকে ফেলে দেশে ফিরতে রাজি নন ঋষভ । ফলে প্রাণ হাতে করেই তিনি রয়ে গেছেন ইউক্রেনে ।
পূর্ব ইউক্রেনের খারকিভ ন্যাশনাল ইউনিভার্সিটি অফ রেডিও ইলেকট্রনিক্সের তৃতীয় বর্ষের ছাত্র ঋষভ কৌশিক । সম্প্রতি তিনি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন । সঙ্গে ছিল একটি কুকুর ছানা । কুকুর ছানাটির পরিচয় দিয়ে তিনি বলেন,’ফেব্রুয়ারির প্রথম দিকে খারকিভের রাস্তায় এই কুকুরছানাটিকে অসহায়ভাবে ঘুরে বেড়াতে দেখে আমিতাকে উদ্ধার করে নিজের কাছে রেখে দিই । এই কুকুরছানাটির নাম রেখেছি মালিবু । আমার ইচ্ছা কুকুরটিকে সঙ্গে করে দেশে নিয়ে যাবো । তার বিমানের টিকিটের জন্য সমস্ত আইনি প্রক্রিয়া মেনে এয়ারলাইন্স কর্তৃপক্ষের কাছে প্রাসঙ্গিক নথিপত্র জমা দিয়েছি । কিন্তু আমার কাছে আরও নথি চাওয়া হচ্ছে এবং আমাকে হয়রানি করা হচ্ছে।’
ঋষভ জানিয়েছেন, নয়াদিল্লিতে ভারত সরকারের অ্যানিমেল আইসোলেশন অ্যান্ড সার্টিফিকেশন সার্ভিস (AQCS) এবং ইউক্রেনের ভারতীয় দূতাবাসের সাথে যোগাযোগ করা হয়েছিল । কিন্তু কোন লাভ হয়নি । এছাড়া তিনি দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে একজনকে ফোন করে তাঁর সমস্যার কথা জানিয়েছিলেন । কিন্তু অপর প্রান্তের ব্যক্তি তাঁকে সহযোগিতা করার পরিবর্তে উলটে গালিগালাজ করেন বলে অভিযোগ ওই পড়ুয়ার ।
জানা গেছে,এদিন রবিবার ছিল ঋষভ কৌশিকের ফ্লাইট । কিন্তু পোষ্যের জন্য ছাড়পত্র না পাওয়ার ফলে খারকিভ ছেড়ে নড়েননি ওই পড়ুয়া । এদিকে পরিবারের লোকজন কুকুরটিকে নিজের ভাগ্যের উপর ছেড়ে দিয়ে তাঁকে দেশে ফিরে জন্য ফোনের পর ফোন করে যাচ্ছেন । কিন্তু প্রিয় ‘মালিবু’কে ছেড়ে তিনি দেশে ফিরবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন ।।