এইদিন স্পোর্টস নিউজ,১৫ এপ্রিল : আগামী আগস্ট মাসে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে বাংলাদেশ সফরে যাচ্ছে ভারতীয় ক্রিকেট দল। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিরিজের সময়সূচি ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) । আগামী ১৩ আগস্ট ভারতীয় ক্রিকেট দল ঢাকায় আসবে। এরপর ১৭ আগস্ট মিরপুর স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে মুখোমূুখি হবে এই দুই দল।২০ আগস্ট সিরিজের দ্বিতীয় ওয়ানডে একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে। ২৩ আগস্ট সিরিজের শেষ ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে।
ওয়ানডে সিরিজ শেষ করে দুই দল টি-টোয়েন্টিতে মাঠে নামবে। ২৬ আগস্ট চট্টগ্রামের একই ভেন্যুতে প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ ২৯ ও ৩১ আগস্ট মিরপুরে অনুষ্ঠিত হবে। এই সিরিজ নিয়ে আশাবাদী বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজামউদ্দিন চৌধুরি সুজন। এই সিরিজ নিয়ে তিনি বলেন, বাংলাদেশের মাটিতে এটাই হতে যাচ্ছে বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রথম দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ! আমরা আশা করছি এই সিরিজটি বেশ ঝাঁকঝমকপূর্ণ হবে এবং ক্রিকেটপ্রেমীরা দারুণ উপভোগ করবেন।
দ্বিপাক্ষিক সিরিজ শেষে আগামী ১ সেপ্টেম্বর বাংলাদেশ ছাড়বে ভারত। দুই দেশের সিরিজের তারিখ জানা গেলেও খেলা শুরুর সময় এখনো নিশ্চিত করা হয়নি।।

