এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,১০ ডিসেম্বর : ভারতীয় জলসীমায় অনুপ্রবেশ করে মাছ ধরার ঘটনায় ৭৮ বাংলাদেশি জেলেকে আটক করেছে কোস্টগার্ড। এই অভিযানে দুটি ট্রলারও বাজেয়াপ্ত করা হয়। জাহাজ দুটির নাম এফভি লায়লা-২ এবং এফভি মেঘনা-৫ যা তদন্তের জন্য পারাদ্বীপে নিয়ে যাওয়া হয়েছে। প্রতিবেদন অনুসারে, ভারতীয় কোস্ট গার্ড দল রবিবার (৮ ডিসেম্বর) আন্তর্জাতিক জলসীমা আইএমবিএল-এ যখন টহল দিচ্ছিল সেই সময় এফভি লায়লা-২ এবং এফভি মেঘনা-৫ জাহাজ দুটি ভারতীয় জলসীমা দিয়ে যেতে দেখে । দুটি জাহাজই বাংলাদেশে নিবন্ধিত।জাহাজ দুটি আটকে ট্রলার থেকে ৩৭ জন ক্রুসহ মোট ৭৮ জনকে গ্রেফতার করা হয় । ধরা পড়া সমস্ত অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে মেরিটাইম জোন অ্যাক্ট,১৯৮১-এর অধীনে একটি মামলা দায়ের করা হয়েছে। জাহাজে থাকা লোকজনকে পরীক্ষা করা হচ্ছে। উল্লেখ্য,এই সমুদ্রসীমা ভারত ও শ্রীলঙ্কাকে আলাদা করেছে।।