এইদিন ওয়েবডেস্ক,আমেরিকা,০২ মার্চ : জাতি বিদ্বেষের কারণে আমেরিকা ক্রমশ ভারতীয়দের বধ্যভূমি হয়ে উঠেছে । দিন কয়েক আগে তেলেঙ্গানার বাসিন্দার এক তরুণীকে আমেরিকার রাস্তায় গাড়িতে পিষে মেরে দেয় এক মার্কিন পুলিশ । ওই পুলিশ কর্মীকে মৃত তরুণীর উদ্দেশ্যে বিদ্রুপও করতে দেখা যায় । সেই ঘটনার জের মিটতে না মিটতেই মার্কিন যুক্তরাষ্ট্রের মিসৌরি রাজ্যে এক ভারতীয় শাস্ত্রীয় নৃত্যশিল্পীকে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত হামলাকারীরা। নিহত নিত্য শিল্পীর নাম অমরনাথ ঘোষ । ভরতনাট্যম এবং কুচিপুড়ি নৃত্যশিল্পী অমরনাথ ঘোষকে সেন্ট লুইসে গুলি করা হয়েছে বলে জানা গেছে ।
অমরনাথ ঘোষের বন্ধু টেলিভিশন অভিনেত্রী দেবলিনা ভট্টাচার্য, এক্স অ্যাকাউন্টের মাধ্যমে এই হত্যাকাণ্ডের ঘটনাটি প্রকাশ করেছেন । তিনি জানান যে মঙ্গলবার সন্ধ্যায় খুন হন অমরনাথ ঘোষ। দেবোলিনা ভট্টাচার্য উল্লেখ করেছেন যে তিন বছর আগে তার মা মারা যাওয়ার পর থেকে অমরনাথ ঘোষের কোনো আত্মীয় নেই এবং কোনো শত্রুও তার ছিলনা ।
হত্যার কারণ ও দোষীদের পরিচয়ের বিষয়ে এখনো বিস্তারিত জানায়নি মার্কিন পুলিশ । এখন অমরনাথ ঘোষের কয়েকজন বন্ধু ছাড়া, তার জন্য লড়াই করার মতো কেউ নেই আমেরিকায় ।কলকাতার বাসিন্দা এই মহান নৃত্যশিল্পী পিএইচডি অধ্যয়নরত ছিলেন । ঘটনার দিন সন্ধ্যায় হাঁটতে বের হওয়ার সময় একজন অজ্ঞাত ব্যক্তি তাকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় বলে জানিয়েছেন দেবোলিনা । দেবোলিনা ভট্টাচার্যও এই ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পররাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হস্তক্ষেপের দাবি করেছেন ।।