এইদিন ওয়েবডেস্ক,বেঙ্গালুরু,০৪ ডিসেম্বর : অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পঞ্চম তথা শেষ টি-টোয়েন্টি ম্যাচ জিতেছে ভারত । এই ম্যাচে ভারতীয় দলের ব্যাটসম্যান রুতুরাজ গায়কোয়াড একটি রেকর্ড গড়েছেন । বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে অনুষ্ঠিত পঞ্চম ম্যাচে, ভারতীয় দলের হয়ে প্রথমে ব্যাট করা রুথুরাজ গায়কোয়াড ১২ বলে ১০ রান করে আউট হন। এর মাধ্যমে তিনি অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে তিনি মোট ২২৩ রান করেন। ফলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন তিনি । এছাড়াও ঋতুরাজ বিরাট কোহলি এবং মার্টিন গাপটিলের পাশে জায়গা করে নিয়েছেন ।
সিরিজের দ্বিতীয় ম্যাচে একটি দুর্দান্ত অর্ধশতক (৫৮ রান), তৃতীয় ম্যাচে তার প্রথম সেঞ্চুরি (১২৩ রান, নট আউট) করেন,রায়পুরে চতুর্থ ম্যাচে ৩২ রান, এবং পঞ্চম ম্যাচে ১০ রান করেন ঋতুরাজ । অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে টিম ইন্ডিয়ার হয়ে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার রেকর্ডও ঋতুরাজ গায়কওয়াদের দখলে। বিরাট কোহলি ২৩১ রান নিয়ে প্রথম স্থানে এবং কেএল রাহুল ২২৪ রান নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন ।।