এইদিন ওয়েবডেস্ক,কার্টেজেনা(কলম্বিয়া),১২ নভেম্বর : কলম্বিয়ার কার্টেজেনাতে ৪২ তম বিশ্ব চিকিৎসা ও স্বাস্থ্য গেমসে অ্যাথলেটিক্সে (World Medical and Health Games) ৮০০ মিটার, ১,৫০০ মিটার, ৩০০০ মিটার ও ৫০০০ মিটার বিভাগে স্বর্ণপদক জয় করে ভারতের মুখ উজ্জ্বল করলেন ভারতীয় সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল সঞ্জীব মালিক । বিশ্ব চিকিৎসা ও স্বাস্থ্য গেমস ১৯৭৮ সালে শুরু হওয়ার পর থেকে চিকিৎসা ও স্বাস্থ্য পেশার সদস্যদের জন্য উন্মুক্ত সবচেয়ে বিখ্যাত বিশ্ব স্বাস্থ্য ইভেন্টে পরিণত হয়েছে । এর ৪২ তম সংস্করণ কার্টেজেনা-কলোম্বিয়ায় চলতি মাসের ৪ তারিখ থেকে ১১ তারিখ পর্যন্ত চলে । ৮৫০ জনেরও বেশি ক্রীড়াবিদ ১৬ টি বিভিন্ন ইভেন্টে পদকের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ।।