এইদিন ওয়েবডেস্ক,সিলেট,১৫ অক্টোবর : শ্রীলঙ্কাকে হারিয়ে সপ্তমবার মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হল ভারত । মহিলাদের এশিয়া কাপের ইতিহাসে ৮ আসরের ৭ বার খেতাব নিজেদের দখলে রাখল টিম ইন্ডিয়া । শনিবার (১৫ অক্টোবর ২০২২) সিলেট ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল শ্রীলঙ্কা । কিন্তু শুরুতেই ধ্বস নামে । একের পর এক উইকেট হারিয়ে মাত্র ৬৫ রানেই থেমে যায় লঙ্কানদের ইনিংস । প্রতিপক্ষের দেওয়া সহজ লক্ষ্য ভারতের পেরোতে লাগল মাত্র ৮.৩ ওভার । উইকেট খরচা হয়েছে দুটি ।
শুরুতে ব্যাট করতে নেমে ৯ রানে ৪ উইকেট হারায় শ্রীলঙ্কা । তারপর ৩২ রানের মধ্যে ৮ উইকেট হারিয়ে সর্বনিম্ন রানের লজ্জার রেকর্ড গড়ার আশঙ্কা ছিল শ্রীলঙ্কার সামনে । আগের টি-টোয়েন্টিতে তাদের সর্বনিম্ন সংগ্রহ ছিল ৪৬ । তখন প্রতিপক্ষ ছিল দক্ষিণ আফ্রিকা । তবে এদিন সেই গন্ডি টপকিয়ে ভারতের সামনে ৬৫ রানের লক্ষ্য রাখে চামিরারা ।রেণুকা সিং,রাজেশ্বরী গায়কোয়াড, স্নেহ রানার সামনে কার্যত অসহায় দেখায় শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের ।
লঙ্কান ব্যাটাসম্যানদের মধ্যে দুই অঙ্ক ছুঁতে পেরেছেন কেবল ওসাদি রানাসিংহে আর ইনোকা রানাভিরা। ২০ বল খেলে ১৩ রান করে আউট হন রানাসিংহে। আর শেষদিকে দশ নম্বরে ব্যাট করতে নেমে ইনোকা করেন ২২ বলে অপরাজিত ১৮ । রান তাড়া করতে নেমে শেফালি ভার্মা পাঁচ রানের মাথায় আউট হয়ে গেলেও ব্যাট হাতে ঝড় তোলেন স্মৃতি মান্দানা। দুইশো স্ট্রাইকরেটে ৬ টি চার এবং ৩ টি ত ছক্কায় মাত্র ২৫ বলে ৫১ করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন বিশ্বসেরা এই মহিলা ব্যাটসম্যান ।।
ছবি সৌজন্যে বিসিসিআই টুইটার হ্যান্ডেল ।