এইদিন স্পোর্টস নিউজ,১০ অক্টোবর : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে ভারত তাদের কর্তৃত্ব সুপ্রতিষ্ঠিত করে, এক ইনিংস এবং ১৪০ রানের বিশাল জয়ের মাধ্যমে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায়। সিরিজ ইতিমধ্যেই ওয়েস্ট ইন্ডিজের নাগালের বাইরে থাকায়, দুই দল এখন দ্বিতীয় এবং শেষ টেস্টের জন্য প্রস্তুত। আজ শুক্রবার সকাল সকাল ৯:৩০ নাগাদ নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে গুরুত্বপূর্ণ এই ম্যাচে টস জেতেন ভারতীয় অধিনায়ক শুভমন গিল, যা তাঁর টানা ছয় টস হারের পরম্পরা আজ ভেঙেছেন তিনি । টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন শুভমান গিল। দুপুর ১২ টা পর্যন্ত ভারত ১ উইকেট হারিয়ে ৯৪ রান করেছে ।জোমেল ওয়ারিকানের বলে আউট হয়েছেন কেএল রাহুল(৩৮)৷ বর্তমানে ক্রিজে রয়েছেন সুধারসন(১৬) এবং যশস্বী জয়সওয়াল(৪০) । একমাত্র উইকেটটি নিয়েছেন ।
প্রথম টেস্টে দাপুটে জয়ের পর ভারতীয় দল এখন ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ নিশ্চিত করতে দৃঢ়প্রতিজ্ঞ। অরুণ জেটলি স্টেডিয়ামের পিচ কালো মাটির তৈরি হওয়ায় এটি ব্যাট করার জন্য সহায়ক হলেও, ম্যাচের গতি যত এগোবে, ততই এই পিচ স্পিনারদের সহায়ক হয়ে উঠবে। আর এর পূর্ণ সূযোগ নিতে চাইবেন রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব এবং ওয়াশিংটন সুন্দরের মতো বিশ্বমানের স্পিনাররা । অন্যদিকে আগের ম্যাচের হতাশাজনক পারফরম্যান্সের পর শেষ টেস্টে লড়াইয়ে ফেরার জন্য পূর্ণ চেষ্টা চালাবে রস্টন চেজের নেতৃত্বাধীন ওয়েস্ট ইন্ডিজ দল । এই পরিস্থিতিতে পিচের চরিত্র বিবেচনা করে প্রথম ইনিংসে বড় স্কোর খাড়া করাই এখন টিম ইন্ডিয়ার প্রধান লক্ষ্য।।

