এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,১৯ ফেব্রুয়ারী : দিল্লিতে বর্ডার-গাভাস্কার ট্রফিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ৬ উইকেটে জিতে ৪ ম্যাচের টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে ভারত । রবিবার ভারতীয় দল অস্ট্রেলিয়ার দেওয়া ১১৫ রানের মাঝারি টার্গেট তাড়া করে ৪ উইকেট হারিয়ে ১১৮ রান করে । তবে শুরুর দিকে ধাক্কা খেয়েছিল ভারত । অস্ট্রেলিয়ার লি-এর বলে মাত্র ১ রানে আউট হন ওপেনার রাহুল । তারপর অপর ওপেনার পূজারার সঙ্গে যোগ দেওয়া রোহিত শর্মা প্রাথমিক ধাক্কা সামলে দলকে বের করে আনার চেষ্টা করেন । রোহিত শর্মা-পূজারা জুটি ধীরে ধীরে দলকে লক্ষ্যের দিকে নিয়ে যাচ্ছিলেন । কিন্তু ব্যক্তিগত ৩১ রানে অকারণে রানআউটের শিকার হন রোহিত ।
পরে বিরাট কোহলি পূজারার সাথে জুটি বাঁধেন । আন্তর্জাতিক ক্যারিয়ারে এদিন নিজের ২৫ হাজার রান পূর্ণ করেন কোহলি । কিন্তু তিনিও মাত্র ২০ রান করে মারফির বলে বোল্ড আউট হন । পরে শ্রেয়াস আইয়ার ও পূজারার সাথে জুটি বাঁধেন । কিন্তু ১২ রান করে আউট হন শ্রেয়াস । শেষে শ্রীকর ভরতকে সঙ্গে নিয়ে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন পূজারা । পুজারা- শ্রীকর ২৩ রান করেন ।।