এইদিন ওয়েবডেস্ক,টোকিও,০৪ সেপ্টেম্বর : শনিবার প্যারালিম্পিক্সে পুরুষদের ৫০ মিটার পিস্তল ইভেন্টে সোনা ও রুপো পদক পেল ভারত । ১৯ বছরের মনীশ নারওয়াল ২১৮.২ স্কোর করে সোনা জিতলেন । একই ইভেন্টে ২১৬.৭ স্কোর করে রুপো জিতলেন সিংহরাজ আদানা । উল্লেখ্য,জন্ম থেকেই মনীশের ডান হাত প্রায় অকেজো । এই প্রতিবন্ধকতা সত্ত্বেও এদিন বাঁ হাতেই তিনি দেশকে সোনা এনে দিলেন ।
টোকিয়ো প্যারালিম্পিক্সে এই মুহূর্তে ভারতের পদক সংখ্যা ১৫ । ইতিমধ্যে বেশ কিছু পদক ইতিমধ্যেই নিশ্চিত হয়ে রয়েছে । ভারতের ব্যাটমিন্টন খেলোয়াড় সুহাস ইয়েতিরাজ(Suhas Yetiraj) এসএল-৪ একক ইভেন্টের ফাইনালে পৌঁছেছেন । সুহাস সেমিফাইনালে ইন্দোনেশিয়ার সেতিওয়ান ফ্রেডিকে পরাজিত করেন । পাশাপাশি পুরুষদের এসএল-৩ একক ইভেন্টে ভারতের প্রমোদ ভগত সেমিফাইনালে জাপানের ডি ফুজিহারাকে পরাস্ত করে ফাইনালে পৌঁছে গেছেন । তবে এদিন ব্যাটমিন্টনে এসএল-৩ বিভাগে হারের মুখ দেখতে হল ভারতের মনোজ সরকারকে । ব্রিটেনের ড্যানিয়েল ব্রেথেল তাঁকে ২-০ সেটে পরাজিত করেন ।
শনিবার টোকিও প্যারালিম্পিক্সের ১১ তম দিনে পড়ল । এই দিনটি ভারতের কাছে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে । এদিন শুটিং, ব্যাডমিন্টন এবং অ্যাথলেটিক্স প্রভৃতির বিভিন্ন বিভাগে ভারতের একাধিক খেলোয়াড় চ্যালেঞ্জের মুখোমুখি হবেন । তাঁদের কাছ থেকেও পদক জেতার আশা করছে দেশবাসী । দশম দিনও ভারতের ভালো কেটেছিল
এসেছিল ৩ টি পদক । প্রবীণ কুমার হাই জাম্পে রৌপ্য পদক জিতেছিলেন । এছাড়া অবনী লেখারা মহিলাদের ৫০ মিটার রাইফেল পি-৩এসএইচ-১ ইভেন্টে ব্রোঞ্জ পদক ও হরবিন্দর সিং পুরুষদের তীরন্দাজির ব্যক্তিগত বিভাগে ব্রোঞ্জ পদক জিতেছিলেন । এখন একাদশ দিনে ভারতের ক’টা পদক আসে সেটাই দেখার ।।