এইদিন ওয়েবডেস্ক,তিরুবনন্তপুরম,১৫ জানুয়ারী : শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় ওডিআইতে ৩১৭ রানের বিশাল ব্যবধানে জিতলো ভারত । তিরুবনন্তপুরমে অনুষ্ঠিত এই ম্যাচে ভারত টসে জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেয় । নির্ধারিত ৫০ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩৯০ রান তোলে টিম ইন্ডিয়া । ৩৯১ রানের বিশাল অঙ্ক তাড়া করতে গিয়ে লঙ্কান বাহিনী মাত্র ৭৩ রানের মধ্যেই অলআউট হয়ে যায়। এই জয়ের সাথে সাথেই একটি রেকর্ড গড়ে ফেলেছে রোহিত শর্মা বাহিনী । ওডিআই ক্রিকেটে এত বড় ব্যবধানে জয়ী প্রথম দলের খেতাব অর্জন করেছে ভারত ।
লঙ্কার হয়ে ব্যাটিংয়ে নুওয়ানদিদু ফার্নান্দো ১৯ রান, দাসুন শানাকা ১১ রান এবং কুসুন রাজিথা ১৩ রান করেন । ভারতের হয়ে বোলিংয়ে মোহাম্মদ সিরাজ ৪টি, মোহাম্মদ শামি ও কুলদীপ যাদব ২ টি করে উইকেট নেন ।
অন্যদিকে ভারতের হয়ে ব্যাটিংয়ে রোহিত শর্মা ৪৯ বলে ৪২ রান করেন। শুভমান গিল ও বিরাট কোহলি দুর্দান্ত সেঞ্চুরি করেছেন। শুভমান গিল ৮৯ বলে সেঞ্চুরি পূর্ণ করেন। ৯৭ বলে ১১৬ রান করে আউট হন তিনি। গিলের ইনিংসে ১৪টি চার ও ২ টি ছক্কা মেরেছেন। বিরাট কোহলি ৮৫ বলে ৪৬ তম ওডিআই সেঞ্চুরি পূর্ণ করলেন। বিরাট কোহলি ১১০ বলে ৮ ছক্কা ও ১৩ টি চারের সাহায্যে অপরাজিত ১৬৬ রান করেন । ছাড়াও শ্রেয়াস আইয়ার ৩২ বলে ৩৮ রান,কেএল রাহুল ৭ ও সূর্যকুমার যাদব ৪ রানে আউট হন । লঙ্কার পক্ষে রাজিথা ও লাহিরু কুমারা ২ এবং করুণারত্নে ১টি উইকেট নেন ।।