এইদিন স্পোর্টস নিউজ,০৪ আগস্ট : ইংল্যান্ডের মাটিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের পঞ্চম ম্যাচে ভারত রোমাঞ্চকর জয় পেয়েছে। এই জয়ের মাধ্যমে শচীন-অ্যান্ডারসন টেস্ট সিরিজে সমতা এনেছে ভারত । দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য ইংল্যান্ডের প্রয়োজন ছিল ৩৭৪ রান। কিন্তু ইংল্যান্ডকে ৩৬৭ রানে অলআউট করে নাটকীয় জয় অর্জন করেছে ভারত । ভারতীয় বোলার প্রসিদ কৃষ্ণ এবং মোহাম্মদ সিরাজ দুর্দান্ত বোলিং পারফর্মেন্স দেখিয়ে দলকে এই জয় এনে দিয়েছেন।
ইংল্যান্ডের সামনে ৩৯৬ রানের লক্ষমাত্রা দিয়েছিল ভারত৷ ইংল্যান্ড জয় থেকে ৩৫ রান দূরে থাকলেও, তাদের মাত্র ৪ উইকেট হাতে ছিল । কিন্তু ৬ রান আগেই থেমে যায় ইংল্যান্ডের ইনিংস । মোহাম্মদ সিরাজ গাস অ্যাটকিনসনকে প্যাভিলিয়নে ফেরত পাঠানোর সাথে সাথেই শচীন-অ্যান্ডারসন টেস্ট সিরিজ সমতায় চলে আসে । মোহাম্মদ সিরাজ ১০৪ রান দিয়ে ৫ উইকেট এবং প্রসীদ কৃষ্ণ ১২৬ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন । একটি উইকেট নিয়েছেন আকাশ দীপ ।।