এইদিন স্পোর্টস নিউজ,৩০ অক্টোবর : স্মৃতি মান্ধনার বিশাল সেঞ্চুরি এবং হরমনপ্রীত কৌরের অর্ধশতক ভারতীয় মহিলা দলকে বিশ্ব চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজ জিততে সাহায্য করেছে।মঙ্গলবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ও নির্ধারক ওয়ানডেতে ভারত ৬ উইকেটে জিতেছে। এর ফলে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিল ভারত।
নিউজিল্যান্ড টস জিতে প্রথমে ব্যাট করে ৪৯.৫ ওভারে ২৩২ রানে আউট হয়। জয়ের জন্য নিউজিল্যান্ডের দেওয়া ২৩৩ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ভারতের সহ-অধিনায়ক ও অভিজ্ঞ ওপেনার স্মৃতি মান্ধনার সেঞ্চুরি জুটি দলকে জয় এনে দেয়।স্মৃতি মান্ধানা আজ তার রেকর্ড অষ্টম ওডিআই সেঞ্চুরি ভেঙে ফেললেন। এর মাধ্যমে, তিনি মিতালি রাজকে টপকে, যিনি ওডিআইতে সাতটি সেঞ্চুরি করেছিলেন, সর্বোচ্চ সংখ্যক সেঞ্চুরি করা ভারতীয় খেলোয়াড় হয়েছেন।
এছাড়াও অধিনায়ক হরমনপ্রীত কৌর দুর্দান্ত হাফ সেঞ্চুরি করে দলকে জয়ের পথে নিয়ে যান।ভারতের হয়ে দীপ্তি শর্মা ৩টি, প্রিয়া মিশ্র ২টি, রেণুকা ঠাকুর সিং ও সায়মা ঠাকুর ১টি করে উইকেট নেন।নিউজিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ রান করেন ব্রুক হ্যালিডে। ৮৬ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন তিনি। জর্জিয়া প্লামারের অবদান ৩৯ রান। অন্য কোনো ব্যাটার দলকে সাহায্য করতে পারেনি ।।