এইদিন স্পোর্টস নিউজ,১৪ নভেম্বর : ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে সেঞ্চুরিয়ন সুপার স্পোর্ট পার্কে তৃতীয় টি-টোয়েন্টি একটি অদ্ভুত কারণে বন্ধ করতে হয়েছিল। ভারতের দেওয়া বড় লক্ষ্য তাড়া করতে দক্ষিণ আফ্রিকা ব্যাট করতে নামলে মাত্র এক ওভার পরেই ম্যাচটি বন্ধ হয়ে যায়। এই বাধার কারণ বৃষ্টি বা খারাপ আলো ছিল না। আসলে, দক্ষিণ আফ্রিকা ব্যাটিং শুরু করার সাথে সাথেই মাঠে পঙ্গপালের দল এসে পড়ে।
এর আগে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। তবে তাদের এই সিদ্ধান্ত আবার ভুল প্রমাণিত হয় । প্রাথমিকভাবে মনে হচ্ছিল এবার ভারতকে ফাঁদে ফেলবে দক্ষিণ আফ্রিকা। ইনিংসের দ্বিতীয় বলেই আউট হন সঞ্জু স্যামসন। তাকে বোল্ড করেন মার্কো জেনসেন। কিন্তু এরপর অভিষেক শর্মা তিলক ভার্মার সঙ্গে দ্বিতীয় উইকেটে যোগ করেন ১০৭ রান। অভিষেক ২৫ বলে পঞ্চাশ রান করে আউট হন। এর পর আসা সূর্যকুমার যাদব করেন মাত্র এক রান। যেখানে হার্দিক পান্ডিয়ার অ্যাকাউন্টে ছিল ১৮ রান। রিংকু সিং আট রান করে আউট হন এবং রামান্দিন সিং ১৫ রান করে আউট হন। এই ম্যাচে রামান্দিনের টি-টোয়েন্টিতে অভিষেক হয় । ছয় বলে ১৫ রান যোগ করেন তিনি । ৫৬ বলে ১০৭ রান করার পর তিলক অপরাজিত থাকেন। আটটি চার ও সাতটি ছক্কা মারেন তিনি। ২০ ওভারে ভারতের সংগ্রহ ২১৯ রান। দক্ষিণ আফ্রিকার হয়ে দুটি করে উইকেট নেন সিমেলেন ও কেশব মহারাজ। একটি করে উইকেট নেন মার্কো জেনসন, জেরাল্ড কোয়েটজি ও সিপামালা। এরপর আসে দক্ষিণ আফ্রিকার তাড়ার পালা।
আরশদীপ সিং প্রথম ওভারটি দুর্দান্ত স্টাইলে বল করেন। এই ওভারে মাত্র সাত রান হয় । এর পর বল পেয়ে যান হার্দিক পান্ডিয়া। কিন্তু হার্দিক বল হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে আম্পায়াররা ম্যাচ বন্ধ করে নিজেদের মধ্যে কথা বলতে শুরু করেন। আর তখনই ম্যাচ বন্ধ করে দিতে হয়। কারণ মাঠে অনেক পোকা উড়তে শুরু করে তখন । ইনিংস শুরু হতে না হতেই মাঠ ভরে যায় পোকায়। পোকামাকড়ের কারণে ম্যাচটি অনেকক্ষণ বন্ধ ছিল। এরপর তারা চলে গেলে আবার শুরু হয় দক্ষিণ আফ্রিকার ব্যাটিং ।
সেঞ্চুরিয়ন সুপার স্পোর্ট পার্কে তৃতীয় টি-টোয়েন্টিতে ভারতের দেওয়া ২২০ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে গিয়ে, দক্ষিণ আফ্রিকা ৭ উইকেট হারিয়ে মাত্র ২০৮ রান করতে সক্ষম হয়েছে। তার ১১ রানে হেরে গেছে ভারতের কাছে । এই জয়ের পর ৪ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল ভারত। দক্ষিণ আফ্রিকার হয়ে হেনরিক ক্লাসেন ৪১ রান, রায়ান রিকেল্টন ২০ রান, রেজা হেন্ড্রিক্স ২১ রান, ইডেন মার্করাম ২৯ রান, ডেভিড মিলার ১৮ রান, ট্রিস্টান স্টাবস ১২ রান এবং মার্কো জেনসন ৫৪ রান করেন। ভারতের পক্ষে বরণ চক্রবর্তী ২টি ও আরশ দীপ সিং ৩টি উইকেট নেন এবং হার্দিক পান্ড্য ও অক্ষর প্যাটেল ১টি করে উইকেট নেন।
এর আগে সিরিজের প্রথম ম্যাচে জিতেছিল ভারত। এই ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি করেন ওপেনার সঞ্জু স্যামসন। তবে এর পর পরের দুই ম্যাচে খাতাও খুলতে পারেননি তিনি। সিরিজের দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। তৃতীয় ম্যাচের শুরুতেই সিরিজ ১-১ সমতায় ছিল । শেষ পর্যন্ত ২-১ ম্যাচে এগিয়ে গেল ভারত ৷।