এইদিন ওয়েবডেস্ক,ছাত্তরপুর,১৯ ফেব্রুয়ারী : সাম্প্রতিক সময়ে মধ্যপ্রদেশের ছত্তরপুরের বাগেশ্বর ধাম সরকার বা ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন । অলৌকিক ক্ষমতার অধিকারী বছর চব্বিশের ওই যুবক যে কোনো মানুষের অতীত-বর্তমান-ভবিষ্যত সম্পর্কে সব কিছু বলে দিতে পারেন বলে দাবি করা হচ্ছে । ভারত একদিন ‘হিন্দু রাষ্ট্র’ হবে বলে ইতিপূর্বে তিনি দাবি করেছিলেন । শনিবার ফের একবার একই দাবি করলেন তিনি । সংবাদ সংস্থা এএনআই-এর সঙ্গে কথা বলতে গিয়ে ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী বলেন,’ভারত একটি ‘হিন্দু জাতি’ হয়ে যাবে । আমাদের আজকের কর্মসূচিতে বিদেশী লোকজনও অন্তর্ভুক্ত হচ্ছে । তারা খ্রিস্টধর্ম পালন করতে পারে কিন্তু ‘সনাতন ধর্মের প্রতিও তাদের আস্থা রয়েছে । এর মানে হল যে বিদেশীরাও এমন একটি ভারত চাইছে যেখানে সমস্ত জাতিভেদকে দূরে রেখে সবাই গর্বের সাথে নিজেকে হিন্দু বলতে পারে ।’
তিনি বলেন,’আমরা হিন্দুস্তানী। হিন্দুস্তান মানে ‘হিন্দুও কা স্থান (হিন্দুদের স্থান)। আমাদের ক্ষমতায় আসা বা সরকার গঠনের কোনো উচ্চাকাঙ্ক্ষা নেই। তবে যদি কেউ আমাদের সমর্থন করতে চান, তবে তাদের স্বাগত জানাই। আমরা সমস্ত হিন্দুদের কাছে আমাদের সমর্থন করার জন্য আবেদন করছি।’ পরিশেষে তিনি বলেন,’ভারত শীঘ্রই হিন্দু রাষ্ট্রে পরিণত হবে ।’
এর আগে ভারতের প্রথম সারির সংবাদ মাধ্যমের এক সাংবাদিককে গোপনে বাগেশ্বর ধাম সরকারের অনুষ্ঠানে অংশ নিতে দেখা যায় । যদিও ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী তার উপস্থিতি টের পেয়ে যান এবং সাংবাদিককে প্রকাশ্যে আনেন । সাংবাদিকের কৌতুহল নিরসনও করে দেন তিনি । পরে মহারাষ্ট্র-ভিত্তিক একটি সংস্থা নাগপুরে একটি অনুষ্ঠানে অলৌকিক কাজ করে তার ক্ষমতা প্রদর্শনের জন্য ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীকে চ্যালেঞ্জ করেছিল । সেই চ্যালেঞ্জের জবাবে শাস্ত্রী বলেন, ‘এমন মানুষ আসতেই থাকে। আমরা বন্ধ দরজার পিছনে কাজ করি না । তাদের (যারা তাদের চ্যালেঞ্জ করে) নিজেদের এসে দেখে যাওয়া উচিত । যে কেউ ক্যামেরার সামনে আমার কথা ও কাজকে চ্যালেঞ্জ করতে পারে । বাগেশ্বর বালাজীর দরবারে লক্ষাধিক ভক্ত এসে বসে। আমি এমন জিনিসগুলি নিয়ে লিখি যা আমাকে অনুপ্রাণিত করে এবং আমি যা লিখি তা সত্য হয় । আমার ঈশ্বরে বিশ্বাস আছে ।’ তিনি বলেন,’আমি ভগবানের কৃপায়, আমার গুরুর কৃপায় এবং সনাতন ধর্মের মন্ত্র শক্তিতে দক্ষতা অর্জন করেছি। প্রত্যেকেরই এটি অনুভব করা উচিত ।’ তিনি বলেন, এটা সত্য সনাতন ধর্মের ঘোষণা ।’ পাশাপাশি সনাতন ধর্মের বিরুদ্ধাচারণকারীদের ‘বহিষ্কার করা হবে’ বলেও তিনি ঘোষণা করেন । সেই সঙ্গে কথিত ধর্মান্তরকরণের বিষয়ে তিনি বলেন, ‘যতদিন আমি বেঁচে আছি সমস্ত সনাতন হিন্দুদের তাদের আসল ধর্মে ফিরিয়ে আনবো ।’।