এইদিন স্পোর্টস নিউজ,১২ জুলাই : আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই । টিম ইন্ডিয়াকে পাকিস্তানে খেলতে না পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর । এর জন্য, বিসিসিআই আগের টুর্নামেন্টের মতো হাইব্রিড মডেলে পাকিস্তানে টুর্নামেন্ট আয়োজন করতে এবং শ্রীলঙ্কা বা সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় দলের ম্যাচ আয়োজন করতে আইসিসিকে বলবে বলে জানা গেছে ।পাকিস্তান ক্রিকেট বোর্ড চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি আইসিসির কাছে ইতিমধ্যেই পাঠিয়েছে, যেখানে বলা হয়েছে যে ভারতের সমস্ত ম্যাচ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। তবে এখনো অনুমোদন করেনি আইসিসি ।
এদিকে পাকিস্তানে খেলতে না যাওয়ার দাবি তুলতে শুরু করে দিয়েছে আফগানিরাও । তারাও হাইব্রিড মডেলে শ্রীলঙ্কা বা সংযুক্ত আরব আমিরাতে আফগান দলের খেলার আয়োজন করার দাবি তুলছে । ওয়াজমা আইয়ুবী নামে এক আফগান মহিলা এই দাবি জানিয়ে টুইট করেছেন,’পাকিস্তান একটি অনিরাপদ দেশ এবং সেখানে চ্যাম্পিয়ন্স ট্রফির কোনো ম্যাচ খেলার কথা বিবেচনা করাটাও আপত্তিকর। এমন বিশ্বাসঘাতক জায়গায় আমাদের বীরদের নিরাপত্তার সঙ্গে আপস করা উচিত নয়। সে দেশের স্নায়ু কেন্দ্র ইসলামাবাদে গিলামান ওয়াজিরের সাথে কী ঘটেছিল তা দেখুন। এসিবি কর্মকর্তাদের অবশ্যই জোর দিতে হবে যে আইসিসি আফগানিস্তানের সমস্ত ম্যাচ সংযুক্ত আরব আমিরাত বা শ্রীলঙ্কায় স্থানান্তরিত করবে।’
বিসিসিআই সূত্রে খবর, নিরাপত্তার কারণে পাকিস্তানে যাবে না ভারতীয় দল । উল্লেখ্য, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সোমবার আইসিসির কাছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ -এর সময়সূচী জমা দিয়েছে। আইসিসির কাছে পিসিবি যে সময়সূচী পেশ করেছে তাতে বলা হয়েছে, নিরাপত্তা এবং ‘লজিস্টিক্যাল’ কারণে ভারতের ম্যাচগুলি লাহোরে রাখা হয়েছে । আইসিসি অনুমোদিত হলেই এই সময়সূচি চূড়ান্ত হবে।
তবে ভারতীয় ক্রিকেট দল যে পাকিস্তান সফর করবে না তা এখন স্পষ্ট। ভারতীয় দল বিগত কয়েক বছর ধরে পাকিস্তান সফর করেনি। তৃতীয় কোনো দেশে পাকিস্তান বিপক্ষে খেলছে ভারত। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আবারও এই হাইব্রিড মোড গ্রহণ করার দাবি তোলা হয়েছে । বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) আবারও আইসিসির কাছে হাইব্রিড মডেলের অধীনে সংযুক্ত আরব আমিরাত বা শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের দাবি জানাবে।
ভারতীয় দলের শেষ পাকিস্তান সফর ছিল ২০০৮ সালে, যখন ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানে অনুষ্ঠিত এশিয়া কাপ খেলতে গিয়েছিল। গত বছর হাইব্রিড মডেলে এশিয়া কাপ আয়োজন করেছিল পাকিস্তান। এর অধীনে ভারত ছাড়া বাকি সব দলের ম্যাচ পাকিস্তানে অনুষ্ঠিত হয়। একই সময়ে, এবার চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এ ভারত ও পাকিস্তান সহ ৮ টি দল অংশ নেবে। এই ৮টি দলের মধ্যে মোট ১৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে।।