এইদিন ওয়েবডেস্ক,দুবাই,০৪ সেপ্টেম্বর : গ্রুপ পর্বে পাকিস্তানকে ৫ উইকেটে হারানোর পর সুপার-৪ এর প্রথম ম্যাচে ফের তাদের মুখোমুখি হতে চলেছে ভারত । রবিবার সন্ধ্যা সাড়ে সাতটায় দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে এই হাইপ্রোফাইল ম্যাচটি । গ্রুপের ম্যাচে পাকিস্থানকে পর্যুদস্ত করায় স্বভাবতই আত্মবিশ্বাস তুঙ্গে টিম ইন্ডিয়ার । তবে তার আগে প্লেয়িং ইলেভেনের জন্য অনেক পরিশ্রম করতে হবে অধিনায়ক রোহিত শর্মাকে। কারন গ্রুপ পর্বে পাকিস্তানের বিরুদ্ধে ৩৫ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলা রবীন্দ্র জাদেজা চোটের জন্য বাদ পড়েছেন । অসুস্থতার কারনে আবেশ খানও অনিশ্চিত । ছন্দে নেই কেএল রাহুলও । ফলে এদিন ভারতীয় দলে অনেক নতুন মুখ দেখা যাবে বলে মনে করা হচ্ছে ।
সাম্প্রতিক সময়ে আঁটসাঁট বোলিং এবং আক্রমণাত্মক ব্যাটিং-এ নজর কেড়েছেন অক্ষর প্যাটেল । আশা করা হচ্ছে এদিন রবীন্দ্র জাদেজার জায়গায় তাঁকে খেলানো হতে পারে । অন্যদিকে আভেশ খানের পরিবর্তে আর অশ্বিনকে খেলানোর সম্ভাবনা রয়েছে । এশিয়া কাপে ভুবনেশ্বর কুমার, আভেশ খান ও আরশদীপ সিংকে নিয়ে মাত্র তিনজন ফার্স্ট বোলার নিয়ে মাঠে নেমেছে ভারত। অশ্বিন ও অক্ষর দু’জনেই যদি আজ সুযোগ পান, তবে ভারতকে তিন স্পিনার নিয়ে এদিন খেলতে দেখা যেতে পারে । কারণ যুজবেন্দ্র চাহাল ইতিমধ্যেই দলে রয়েছেন ।
এদিন ভারতের সম্ভাব্য একাদশ হল :- রোহিত শর্মা, কেএল রাহুল/ঋষভ পান্ত, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ড্য, দিনেশ কার্তিক, অক্ষর প্যাটেল, ভুবনেশ্বর কুমার, আভেশ খান/আর অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, আরশদীপ সিং ।।