এইদিন স্পোর্টস নিউজ,০৯ নভেম্বর : পাকিস্তান,আফগানিস্তান অথবা নিউজিল্যান্ডের মধ্যে যেকোনো একটা দল একদিনের বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে । এখন ওই তিন দলের সেমিফাইনালে যাওয়ার বিষয়ে ভিন্ন ভিন্ন সমীকরণ কাজ করছে । তিন দলেরই লিগ পর্বের একটি করে ম্যাচ বাকি আছে । সেমিফাইনালে যেতে গেলে প্রত্যেক দলকেই বিশাল ব্যবধানে জিততে হবে । কারন তিন দলেরই নেট রান রেট সন্তোষজনক নয়।
পাকিস্তান-আফগানিস্তান অথবা নিউজিল্যান্ডের মধ্যে প্রথমেই উঠে আসছে নিউজিল্যান্ডের নাম । নিউজিল্যান্ডের বর্তমানে ৮ পয়েন্ট এবং তারা শ্রীলঙ্কার বিপক্ষে তাদের শেষ ম্যাচ খেলবে । আজ বৃহস্পতিবার বেঙ্গালুরুতে ম্যাচটি হওয়ার কথা রয়েছে । কিন্তু এখানে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে । এমন পরিস্থিতিতে শুধু নিজেদের পারফরম্যান্সের ওপর ভরসা রাখছে না নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড শ্রীলঙ্কার কাছে হেরে গেলে, পাকিস্তান ও আফগানিস্তানও যদি তাদের নিজ নিজ ম্যাচ হেরে যায় তাহলে তাদের সেমিফাইনালে যাওয়ার একমাত্র পথ থাকবে । এক্ষেত্রে নেট রান রেটের ভূমিকা বাড়বে । আজকের ম্যাচটি বৃষ্টিতে ভেসে গেলে নিউজিল্যান্ড পাবে ৯ পয়েন্ট । পরে আফগানিস্তান এবং পাকিস্তান যদি এমন পরিস্থিতিতে হারে তবে নিউজিল্যান্ড স্বাচ্ছন্দ্যে সেমিফাইনালের টিকিট পাবে। কারন নিউজিল্যান্ডের নেট রান রেট তুলনামূলক ভাবে ভালো ।
তবে আফগানিস্তানের সেমিফাইনালে পৌঁছানো তুলনামূলক ভাবে কঠিন । আফগানিস্তানের শেষ লিগ ম্যাচ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারলে তারা ১০ পয়েন্ট পাবে। তবে নিউজিল্যান্ড ও পাকিস্তানও ১০ পয়েন্টে পৌঁছতে পারে । আফগানিস্তানের নেট রান রেটও খুবই কম। এমন পরিস্থিতিতে তাদের অতিরিক্ত সাহায্যের প্রয়োজন হবে। আফগানিস্তানকে শুধু দক্ষিণ আফ্রিকাকে বড় ব্যবধানে হারালেই হবে না, নিউজিল্যান্ড এবং পাকিস্তানকেও বড় ব্যবধানে হারতে হবে । আর যদি নিউজিল্যান্ড ও পাকিস্তান তাদের নিজ নিজ ম্যাচ হেরে যায়, তাহলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যেকোনো জয় আফগানিস্তানকে সেমিফাইনালে পৌঁছে দেবে। যদি তিনটি দলই হেরে যায়, আফগানিস্তানের জন্য সেমিফাইনালে পৌঁছানো অত্যন্ত কঠিন হবে কারণ তাদের নেট রান রেট -০.৩৩৮,যা খুবই কম ।
পাকিস্তানকেও সেমিফাইনালে পৌঁছনোর জন্য বিভিন্ন সমীকরণের দিকে তাকিয়ে থাকতে হবে । পাকিস্তানের শেষ লিগ ম্যাচ রয়েছে ইংল্যান্ডের বিপক্ষে । এখন পাকিস্তান দল চাইবে নিউজিল্যান্ড ও আফগানিস্তান তাদের ম্যাচ হারুক। এমন পরিস্থিতিতে পাকিস্তান ইংল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে উঠবে।কিন্তু নিউজিল্যান্ড জিতলে এবং আফগানিস্তান হারলে পাকিস্তানকে ইংল্যান্ডের বিপক্ষে বিশাল ব্যবধানে জিততে হবে কারণ তাদের নেট রান রেট নিউজিল্যান্ডের চেয়ে কম। আফগানিস্তানও যদি নিউজিল্যান্ডের সাথে তাদের শেষ ম্যাচে জয় পায় তাহলে সেই পরিস্থিতিতেও পাকিস্তানকে বড় জয় পেতে হবে ।।