এইদিন ওয়েবডেস্ক,প্রয়াগরাজ,২৬ জানুয়ারী : উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন যে আমাদের সনাতন ধর্ম শক্তিশালী হলে দেশ শক্তিশালী হবে। জনগণকে ঐক্যের বার্তা এগিয়ে নিয়ে যাওয়া উচিত বলে তিনি মনে করছেন । বিরোধী দলগুলো তাদের রাজনৈতিক স্বার্থে দেশকে জাতি-ধর্মের ভিত্তিতে ভাগ করার চেষ্টা করছে। তিনি বলেন, এটা করা রাষ্ট্রদ্রোহের চেয়ে কম নয়।
রাজ্যকে চার ভাগে ভাগ করার কিছু অংশের দাবির তীব্র বিরোধিতা করে তিনি বলেন যে উত্তরপ্রদেশের শক্তি তার ঐক্যের মধ্যে নিহিত । প্রয়াগরাজের চলমান মহাকুম্ভ মেলার কথা উল্লেখ করে তিনি বলেন,মহাকুম্ভ একতা ও অখণ্ডতার বার্তা দেয়, যা বিশ্বে পৌঁছাতে হবে। সমস্ত সাধু, ভক্ত বা এমনকি পর্যটক যারা মহাকুম্ভের অংশ তারা যদি ঐক্যের বার্তা নিয়ে যান, তবে সনাতন ধর্ম আরও শক্তিশালী হবে। সনাতন ধর্ম শক্তিশালী হলে আমাদের দেশ শক্তিশালী হবে । যোগী আদিত্যনাথ মহাকুম্ভ মেলায় “নিউজ ১৮ নেটওয়ার্ক” কে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন ।।