এইদিন স্পোর্টস নিউজ,২৯ সেপ্টেম্বর : রবিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপ ২০২৫ টুর্নামেন্টের হাই-ভোল্টেজ ফাইনাল ম্যাচে পাকিস্তানকে পরাজিত করেছে ভারত । পাকিস্তানের দেওয়া ১৪৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে এক সময় ৫ টা উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল টিম ইন্ডিয়া । কিন্তু তিলক ভার্মার অসাধারণ ব্যাটিং দেশকে চ্যাম্পিয়ন করে । এদিকে এশিয়া কাপে ভারতের বিরুদ্ধে পরপর তিন ম্যাচে হেরে চরম হতাশ পাকিস্তান সমর্থকেরা । তাদের সেই হতাশা গতকাল ম্যাচ শেষে দেখা যায় । একজন পাকিস্তানি সমর্থক মিডিয়ার ক্যামেরার সামনে বলেই ফেলে : “ভারত আমাদের বাপ ছিল এবং বাপ থাকবে । আমাদের প্রজন্ম থেকে প্রজন্ম ভারতের বিরুদ্ধে জিততে পারব না ।” ওই পাকিস্তানি সমর্থককে “আই লাভ ইউ ইন্ডিয়া” বলতেও শোনা যায় ।
ম্যাচ শেষে সাংবাদিক ওই পাকিস্থানি সমর্থককে জিজ্ঞেস করেন,’এখন তো বাবর আজমও নেই,কাকে এখন দোষী সব্যস্ত করবে ?’ উত্তরে নিজের দলে বিরুদ্ধে যাবতীয় ক্ষোভ উগরে দিয়ে ওই পাকিস্থানি সমর্থক বলে,”বাবর আজম শুধু নয়, আমাদের গোটা পাকিস্তান গেলেও ভারতের বিরুদ্ধে জিততে পারবে না । পরিষ্কার কথা হল আমাদের ক্ষমতা নাই ভারতের বিরুদ্ধে জেতার । ওরা আমাদের সঙ্গে এমন করেছে না, আমাদের প্রজন্ম থেকে প্রজন্ম ভারতের বিরুদ্ধে জিততে পারবে না । ভারত আমাদের বাপ ছিল এবং বাপ থাকবে ।” সে আরও বলে,”কতদিন আমরা কাঁদবো, ভাই ? কতদিন আমরা লাশ কাঁধে করে তুলবো ? আমাদের পাকিস্তানের কি খুশি আছে ? একটাই ক্রিকেট ছিল, সেটা ওরা মা#দ করে রেখে দিয়েছে । সেটারও জানাজা বের করে দিয়েছে । চু#য়া টিম নিয়ে ঘুরছে৷ হুসেন তালেগের যার কোনো যোগ্যতাই নেই,তাকে দলে নিয়ে ঘুরছে । আমরা এখন কোথায় যাই? আমাদের দেশের শাসকের কাছে জবাব চাই । এটা টিম ? ভারতের মোকাবিলা করবে ? আমরা ভারতের জুতোরও যোগ্য নই । আজ আমি মন থেকে বলছি যে ইন্ডিয়া আই লাভ ইউ, ইয়ার । আমাদের সঙ্গে হাত না মিলিয়ে সঠিক কাজ করেছ । যদি হাত মেলাতে তাহলে অপয়া হয়ে যেতে৷” পাকিস্তানি সমর্থক কি বলছে শুনুন 👇
রবিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারত ও পাকিস্তানের মধ্যে অনুষ্ঠিত এশিয়া কাপ ২০২৫ টুর্নামেন্টের হাই-ভোল্টেজ ম্যাচে পাকিস্তান ১৪৬ রানে অলআউট হয়ে যায়। ভারত জয়ের জন্য ১৪৭ রানের লক্ষ্য রেখেছিল। টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেওয়া ভারত ৫ বল বাকি থাকতে পাকিস্তানকে ১৪৬ রানে অলআউট করতে সক্ষম হয়। ভারতের হয়ে কুলদীপ যাদব ৪টি উইকেট নেন, যার মধ্যে একটি ওভারে তিনটি উইকেট ছিল। অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী এবং বুমরাহ দুর্দান্ত বোলিং করে পাকিস্তানকে ১৫০ রানের নিচে আটকে রাখেন, প্রতিটিতে ২টি করে উইকেট নেন।
এর আগে, পাকিস্তানের ওপেনার সাহেবজাদা ফারহান (৫৭) এবং ফখর জামান (৪৬) দলকে ১৪০ রানের গণ্ডি অতিক্রম করতে সাহায্য করেছিলেন। সাহেব আইয়ুব (১৪) ছাড়া অন্য কোনও খেলোয়াড় বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি। ভারতীয় বোলারদের গতিতে তারা দ্রুত অভিভূত হয়ে প্যাভিলিয়নে পৌঁছে যান।।