এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,২২ অক্টোবর :
পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম নতুন প্রজন্মের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র “অগ্নি প্রাইম”-এর পরীক্ষা করল ভারত । ক্ষেপণাস্ত্রটি ১০.৫ মিটার দীর্ঘ এবং ১.৫ মিটার চওড়া । ১.৫ টন পারমাণবিক ওয়ারহেড বহন করতে সক্ষম এই ক্ষেপণাস্ত্রটি ১০০০ থেকে ২০০০কিলোমিটার পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম । অগ্নি প্রাইম মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল রিএন্ট্রি ভেহিকল (MIRV) প্রযুক্তিতে সজ্জিত ।
শুক্রবার(২১ অক্টোবর ২০২২) সকাল ওড়িশার উপকূলে ভারতীয় স্ট্র্যাটেজিক কমান্ড ফোর্স ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা করেছে । পরীক্ষামূলক উৎক্ষেপনের সময় ক্ষেপণাস্ত্রটি সর্বোচ্চ দূরত্ব অতিক্রম করেছিল এবং সমস্ত পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছে বলে জানা গেছে । ভারতের হাতে ইতিমধ্যেই অগ্নি ১ থেকে অগ্নি ৫ পর্যন্ত ক্ষেপণাস্ত্র রয়েছে । এই সমস্ত ক্ষেপণাস্ত্রগুলিও সফলভাবে পরীক্ষা করা হয়েছে । এর সাথে ভারত এখন তার অনেক ক্ষেপণাস্ত্রে অত্যাধুনিক প্রযুক্তির প্রয়োগ করে আরও বিধ্বংসী করে তুলেছে ।।