এইদিন ওয়েবডেস্ক,কাবুল,১৪ জুন : নিজের দেশে ঘাটতি সত্ত্বেও তালিবান শাসিত আফগানিস্তানকে ৫০,০০০ টন গম সহায়তা দিল ভারত । ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম (ডব্লিউএফপি) এর কর্মসুচির আওতায় এই গম পাঠানোয় ভারতকে ধন্যবাদ জানিয়েছে আন্তর্জাতিক ওই সংস্থাটি ৷ ডব্লিউএফপির টুইটার হ্যান্ডেলে লেখা হয়েছে,’ভারতের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল কাবুলে গিয়ে দেখেছে কেমন খাদ্য সঙ্কটে ভুগছে দেশটি । আফগানিস্তানের জনগণের প্রতি ভারত সরকারের সমর্থনের জন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ । ভারত যে গম পাঠিয়েছে তাতে ৫ লক্ষ আফগানির বেশ কিছুদিনের অন্ন সংস্থান হবে ।
ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম (ডব্লিউএফপি) তার টুইটার পৃষ্ঠায় একটি ছোট ভিডিও পোস্ট করেছে যেখানে প্রোগ্রামের ভারতকে তার সহায়তার জন্য ধন্যবাদ জানাতে দেখা গেছে একজন কর্মকর্তাকে ।
প্রসঙ্গত, ভারত ৫০,০০০ টন গম সহায়তার বেশিরভাগই পাকিস্তানের মাধ্যমে আফগানিস্তানে পাঠিয়েছে । ভারতের আভ্যন্তরীণ বাজারে গমের ঘাটতি সত্ত্বেও আফগানিস্তানকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করার আশ্বাস দিয়েছে নয়াদিল্লি ।।