এইদিন ওয়েবডেস্ক,ভুবনেশ্বর,১৫ ডিসেম্বর : অরুণাচল প্রদেশের তাওয়াং-চীনা সেনাবাহিনীর সাথে সংঘর্ষের ২৪ ঘন্টার মধ্যে অগ্নি-৫ ইন্টার- কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল (অগ্নি-ভি আইসিবিএম) সফলভাবে পরীক্ষা করল ভারত । বৃহস্পতিবার ওড়িশার আব্দুল কালাম আজাদ দ্বীপ থেকে উৎক্ষেপণ করা হয় পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম এই মিসাইলটি । ক্ষেপণাস্ত্রটি ৫,৫০০ কিলোমিটারেরও বেশি দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে । ১৭.৫ মিটার দীর্ঘ এই ক্ষেপণাস্ত্রটির ওজন ৫০,০০০ কেজি । ১,৫০০ কেজি পারমাণবিক ওয়ারহেডসহ অগ্নি-৫ শব্দের ২৪ গুণ গতিতে নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানতে সক্ষম । মিসাইলটি যৌথভাবে তৈরি করেছে প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (DRDO) এবং ভারত ডায়নামিক্স লিমিটেড (BDL) । তবে ক্ষেপণাস্ত্রটি আগেরটির তুলনায় কিছুটা হালকা । প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে যে প্রয়োজনে অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রের পাল্লা বাড়ানোর ক্ষমতা রয়েছে ।
অগ্নি-৫ এর বিশেষত্ব হল, এটিতে রয়েছে মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি-টার্গেটেবল রিএন্ট্রি ভেহিকেলস প্রযুক্তি । যার ফলে মিসাইলটি একসাথে একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারবে । এতে ১০ টি পর্যন্ত ওয়ারহেড বসানো যেতে পারে এবং সেগুলি ভিন্ন ভিন্ন রেঞ্জের লক্ষ্যবস্তু ধ্বংস করতে ব্যবহার করা যেতে পারে । এছাড়া এতে রিং লেজার জাইরোস্কোপ ইনর্শিয়াল নেভিগেশন সিস্টেম, জিপিএস, নাভিক স্যাটেলাইট গাইডেন্স সিস্টেমের মতো অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহৃত হয়েছে ।
অগ্নি-৫ এর আওতার মধ্যে পড়ছে সমগ্র চীন । এছাড়া ইউক্রেন, রাশিয়া, জাপান, ইন্দোনেশিয়া পুরো এশিয়া এবং ইউরোপের কিছু অংশ এই ক্ষেপণাস্ত্র আক্রমণ হানতে সক্ষম ।।