এইদিন ওয়েবডেস্ক,কেপটাউন,১৩ ফেব্রুয়ারী : চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচনা করল ভারত । রবিবার কেপটাউনের পোর্ট সিটির নিউল্যান্ডসে পাকিস্তানের বিরুদ্ধে ১৫০ রানের লক্ষ্য ৬ বল বাকি থাকতেই অতিক্রম করে যায় টিম ইন্ডিয়া । যদিও ভারতীয় দল এক পর্যায়ে তিন উইকেট হারিয়ে সমস্যায় পড়েছিল । কিন্তু জেমিমা এবং রিচা দুর্দান্ত ব্যাটিং করে ভারতকে জয় এনে দেন । রিচা ও জেমিমা ৫৮ রানের অপরাজিত জুটি গড়েন । তার মধ্যে ২০ বল খেলে ৫ টি চারের সহায়তায় ৩১ রান করেছেন রিচা ঘোষ ।
প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৪৯ রান করে পাকিস্তান। ক্যাপ্টেন বিসমাহ মারুফ ৫৫ বলে অপরাজিত ৬৮ রান করেন। বিসমার ইনিংসে ছিল ৭টি চার। ঝড়ো ইনিংস খেলেন আয়েশা নাসিম। তিনি ২৫ বলে অপরাজিত ৪৩ রান করেন। তার ইনিংসে ছিল ২টি চার ও ২টি ছক্কা। ১২ রানে আউট হন ওপেনার মুনিবা আলী। জাভেরিয়া খানের অবদান ৮ রান । ভারতের হয়ে রাধা যাদব নেন ২ উইকেট। ৪ ওভারে ২১ রান দেন তিনি। ৪ ওভারে ৩০ রান দিয়ে একটি উইকেট নেন পূজা ভাস্ত্রকার। দীপ্তি শর্মা ৪ ওভারে ৩৯ রান দিয়ে একটি উইকেট নেন ।
অন্যদিকে ভারতীয় দল ওপেন করতে আসেন ইয়াস্তিকা ভাটিয়া ও শেফালি ভার্মা। শেফালি ২৫ বলে ৩৩ রান করেন। তিনিও মারেন ৪টি চার। ২টি চারের সাহায্যে ১৭ রান করেন ইয়াস্তিকা। ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর ১২ বলে ১৬ রান করেন। তার ইনিংসে ছিল ২টি চার। দুর্দান্ত পারফরম্যান্সে অপরাজিত হাফ সেঞ্চুরি করেন জেমিমা। তিনি ৩৮ বলে ৫৩ রান করেন। জেমিমার ইনিংসে ছিল ৮টি চার। রিচা ঘোষ ২০ বলে অপরাজিত ৩১ রান করেন। মারেন ৫টি চার। এভাবে ১৯ ওভারেই লক্ষ্য অর্জন করে ভারত।
ভারত ও পাকিস্তান এখন পর্যন্ত ১৩ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে, যার মধ্যে ভারত জিতেছে ১০টি ম্যাচে আর পাকিস্তান জিতেছে ৩টি ম্যাচে । ভারত এখন তাদের দ্বিতীয় ম্যাচ ১৫ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলবে ।
উভয় দলের একাদশ হল :
ভারত : শেফালি ভার্মা, ইয়াস্তিকা ভাটিয়া, জেমিমাহ রড্রিগেস, হারলিন দেওল, হরমনপ্রীত কৌর (অধিনায়ক), রিচা ঘোষ (উইকেটরক্ষক), দীপ্তি শর্মা, পূজা বস্ত্রাকার, রাধা যাদব, রাজেশ্বরী গায়কওয়াড়, রেনুকা সিং । টিম ইন্ডিয়ার স্টার খেলোয়াড় স্মৃতি মান্ধানা আঙুলে চোট নিয়ে মাঠের বাইরে আছেন ।
পাকিস্থান : জাভেরিয়া খান, মুনিবা আলী (ভিকে), বিসমাহ মারুফ (সি), নিদা দার, সিদরা আমিন, আলিয়া রিয়াজ, আয়েশা নাসিম, ফাতিমা সানা, ইমান আনোয়ার, নাশরা সান্ধু, সাদিয়া ইকবাল ।।