এইদিন ওয়েবডেস্ক,মুম্বাই,০২ নভেম্বর : বৃহস্পতিবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম একদিনের বিশ্বকাপ ক্রিকেট খেলায় শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩০২ রানে জিতে রেকর্ড গড়ল ভারত । টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় শ্রীলঙ্কা । ভারত নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৫৭ রান করে । অধিনায়ক রোহিত শর্মা ৪ (২)রান,শুভমান গিল ৯২(৯২) রান,বিরাট কোহলি ৮৮(৯৪), শ্রেয়াস আইয়ার ৮২(৫৬),কেএল রাহুল ২১(১৯) রান, সূর্যকুমার যাদব ১২(৯),রবীন্দ্র জাদেজা ৩৫(২৪) রান, মোহাম্মদ শামি ২(৪),
জাসপ্রিত বুমরাহ ১(১) রান করেছেন।দিলশান মাদুশঙ্কা ১০ ওভারে ৮০ রান দিয়ে ৫ উইকেট এবং দুষ্মন্ত চামেরা ১০ ওভারে ৭১ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন ।
জবাবি ব্যাটিং করতে নেমেই ভারতের বোলারদের সামনে টিকতেই পারেনি শ্রীলঙ্কা । জাসপ্রিত বুমরাহ প্রথম ওভারে পথুম নিসাঙ্কার উইকেট তুলে নেন । মহম্মদ সিরাজ তার প্রথম ওভারে দিমুথ করুনারত্নের এবং সাদিরা সামারাবিক্রমার উইকেট তুলে নেন। শ্রীলঙ্কার তিন প্রারম্ভিক জুটি এলবিডব্লু এবং তৃতীয় ব্যাটসম্যান মোহাম্মদ সিরাজের বলে শ্রেয়াস আইয়ারের হাতে ক্যাচ তুলে দেন । শেষ পর্যন্ত ১৯.৪ ওভারে মাত্র ৫৫ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস । জাসপ্রিত বুমরাহ ১ উইকেট,মুহাম্মদ সিরাজ ৩ উইকেট, মহম্মদ শামি ৫ ওভারে ১৮ রানে ৫ উইকেট নেন । রবীন্দ্র জাদেজা ৪ বলে ৪ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন ।।