এইদিন ওয়েবডেস্ক,ঢাকা,০৯ ডিসেম্বর : আজ সোমবার ঢাকায় সচিব পর্যায়ের বৈঠকে সংখ্যালঘু নিপীড়ন নিয়ে ইউনূস সরকারকে কড়া বার্তা দিল ভারত । আজ ঢাকায় ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি ও বাংলাদেশের বিদেশ সচিব জসিম উদ্দিনের বৈঠক হয় । আলোচনায় সরাসরি বাংলাদেশ সরকারকে জানিয়ে দেওয়া হয়, সংখ্যালঘুদের উপর আক্রমণ, তাঁদের উপাসনাস্থলে হামলার ঘটনা নিয়ে ভারত উদ্বিগ্ন। তবে পূর্ববর্তী সরকারের সময়ে যেমন সুসম্পর্ক ছিল তেমনই সম্পর্ক বজায় রাখার বিষয়ে আশা প্রকাশ করছেন ভারতের বিদেশ সচিব । এই বিষয়ে বাংলাদেশের তদারকি সরকারের ভূমিকা কি তাও জানতে চাওয়া হয়েছে ।
বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে বিক্রম মিশ্রি বলেন, ‘এই আলোচনার মাধ্যমে হাসিনা সরকারের পতনের পর গোটা পরিস্থিতির মূল্যায়নের একটা সুযোগ পাওয়া গিয়েছে। আমরা বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক বজায় রাখতে চাই। যার মাধ্যমে দুই দেশই উপকৃত হবে।’ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গেও গভীর সম্পর্ক স্থাপনের মধ্যে দিয়ে তাঁরা কাজ করতে চান বলে জানিয়েছেন বিদেশ সচিব ।’
অন্যদিকে বাংলাদেশের বিদেশসচিব জসিম উদ্দিন সাংবাদিকদের বলেছেন,’শেখ হাসিনা ভারতে অবস্থান করে যে ধরনের বক্তব্য দিচ্ছেন, সেটা সরকার পছন্দ করছে না ।’ অন্যদিকে উত্তরে বিক্রম মিশ্রি জানিয়েছেন, শেখ হাসিনার অবস্থান দুই দেশের সম্পর্কে বাধা হওয়া উচিত নয়। সংখ্যালঘু নির্যাতন নিয়ে আলোচনার বিষয়ে জসিম উদ্দিন বলেন, সংখ্যালঘু বিষয়ে আমরা বলেছি তাদের কোনো সংশয় থাকলে তারা আমাদের দেশে এসে সরেজমিন পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পারেন।
বাংলাদেশের হিন্দু নির্যাতন নিয়ে ভারতের হিন্দুরা সরব হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ । ভারতের প্রতিবাদীদের ‘উগ্র হিন্দুত্ববাদী’ আখ্যা দিয়ে জসিম উদ্দিন বলেছেন,’সম্পর্ক এগিয়ে নেওয়ার জন্য দুই দেশ একমত হয়েছে। দুই দেশের সাধারণ জনগণের মধ্যে সম্পর্ক বৃদ্ধির বিষয়েও গুরুত্বারোপ করা হয়েছে।বৈঠকে জুলাই অভ্যুত্থান নিয়ে ভারতীয় গণমাধ্যমের বিভ্রান্তিমূলক তথ্য প্রচারের বিষয় তুলে ধরা হয়েছে। এসব মিথ্যাচার বন্ধে ভারতের পদক্ষেপ কামনা করা হয়েছে বলেও জানান জসিম উদ্দিন।এছাড়া বৈঠকে অভ্যন্তরীণ বিষয়ে দুই দেশকে মন্তব্য করা থেকে বিরত থাকার বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে।বৈঠকে সীমান্তে হত্যা শূন্যে নামিয়ে আনার বিষয়েও কথা হয়েছে বলেও জানান পররাষ্ট্র সচিব।
এদিকে ৫ আগস্টের পর ভারত বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া এক ধরনের বন্ধ করে দিয়েছে। এ অবস্থার পরিবর্তন বিষয়েও বৈঠকে কথা হয়েছে। জসিম উদ্দিন বলেন, চিকিৎসাপ্রার্থীদের ভিসা সহজ করার জন্য অনুরোধ করা হয়েছে। এছাড়া রোহিঙ্গা সংকট সমাধানে ভারতের সহায়তা কামনা করা হয়েছে । দেশটিতে আটক বাংলাদেশি জেলে ও অন্যান্য নাগরিককে ফেরত দেওয়ারও আহবান জানানো হয়েছে।।