এইদিন ওয়েবডেস্ক,ঢাকা,২৫ ডিসেম্বর : দ্বিতীয় টেস্ট ম্যাচে জয়ের দ্বারপ্রান্তে থাকা বাংলাদেশের কাছ থেকে জয় ছিনিয়ে নিল ভারত । টি-২০ সিরিজে পর্যুদস্ত হওয়ার পর বাংলাদেশের সঙ্গে ২ ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জিতলো টিম ইন্ডিয়া । কিন্তু দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে হোঁচট খেতে হয়েছে ভারতকে ৷ দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের দেওয়া ১৪৫ রানের ছোট টার্গেট তাড়া করতে গিয়ে মাত্র ৭৪ রানে ৭ উইকেট হারিয়ে পরাজয়ের কবলে পড়ে যায় তারা । বাংলাদেশের হয়ে মেহেদি হাসান মিরাজ ৫ উইকেট নিয়ে ভারতকে চাপে ফেলে দেয় । শেষ পর্যন্ত অশ্বিন এবং শ্রেয়াস আইয়ার ১০৫ বলে ৭১ রানের ইনিংস খেলে ভারতকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেয় ।
অশ্বিন এবং শ্রেয়াস আইয়ার-এর ব্যাটিংয়ের ভরসায় ভারত বাংলাদেশের বিপক্ষে ৩ উইকেটে দ্বিতীয় টেস্ট জিতে সিরিজে জয়লাভ করতে সক্ষম হয় । শ্রেয়াস আইয়ার ৪৬ বলে ২৯ রানের ইনিংসে ছিল ৪ টি চার । অন্যদিকে অশ্বিনের ৬২ বলে ৪২ রানের ইনিংসে ছিল ৪ টি চার ও ১ টি ছক্কা । ভারতের অনান্য ব্যাটসম্যানদের মধ্যে অক্ষর প্যাটেল করেন ৩৪ রান, জয়দেব উনাদকাট ১৩ রান, ঋষভ পান্ত ৯ রান করে আউট হন। ভারত প্রথম টেস্ট ম্যাচে ১৮৮ রানে জিতেছিল ।।