এইদিন ওয়েবডেস্ক,মুম্বাই,১৫ নভেম্বর : আজ বুধবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আইসিসি পুরুষদের বিশ্বকাপ ২০২৩-এর সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত জয় নিয়ে ফাইনালে প্রবেশ করেছে ভারত । প্রথম ব্যাট করে বিরাট কোহলি ও শ্রেয়াস আইয়ারের সেঞ্চুরির সাহায্যে টিম ইন্ডিয়া ৫০ ওভারে ৩৯৭ রান করে । ভারতের দেওয়া ৩৯৮ রানের বিশাল স্কোর তাড়া করতে নেমে নিউজিল্যান্ড ৪৮.৫ ওভারে ৩২৭ রানে গুটিয়ে যায় । রোহিত শর্মা ২৯ বলে ৪৭ রান,শুভমান গিল ৬৫ বলে ৭৯ রান করেছেন । বিরাট কোহলি করেছেন ১১৩ বলে ১১৭ রান । তার ইনিংসে ছিল ৯ টি চার ও ২ টি ছক্কা । শ্রেয়াস আইয়ার ৭০ বলে ১০৫ রানের ঝড়ো ইনিংস খেলেন । ৮ টি ছক্কা ও ৪ টি চার মেরেছেন শ্রেয়াস । কে এল রাহুল ২০ বলে ৩৯ রান করে নট আউট এবং সূর্যকুমার যাদব ১ রানে আউট হন ।
ভারত । নিউজিল্যান্ডের হয়ে তিন উইকেট নেন টিম সাউদি আর একমাত্র উইকেট নেন ট্রেন্ট বোল্ট।
জবাবি ব্যাটিং করতে নেমে নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল ১১৯ বলে ১৩৪ রানের সর্বাধিক রান করেন । তার ইনিংসে রয়েছে ৭ টি ছক্কা ও ৯ টি চার । দ্বিতীয় সর্বাধিক রান করেন কেন উইলিয়ামসন । তার সংগ্রহ ৭৩ বলে ৬৯ রান । গ্লেন ফিলিপস করেন ৩৩ বলে ৪১ রান । এছাড়া নিউজিল্যান্ডের আর কেউ তেমন রান করতে পারেননি । ভারতের মোহাম্মদ শামি ৯.৫ ওভারে ৫৭ রান দিয়ে সর্বাধিক ৭ টি উইকেট নিয়েছেন৷ এছাড়া জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ ও কুলদীপ যাদব একটি করে উইকেট নিয়েছেন । দীর্ঘ ১২ বছর পর বিশ্বকাপের ফাইনালে পৌঁছল ভারত ।।