এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,০২ আগস্ট : আগামী ৫ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে একদিনের বিশ্বকাপ ম্যাচ । তবে বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের দিকে নজর বেশী ক্রিকেট প্রেমীদের । এদিকে ভারত- পাকিস্তানের প্রথম ম্যাচটি ১৫ অক্টোবর গুজরাটের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বলে মনে করা হয়েছিল । কিন্তু নিরাপত্তার কারনে ম্যাচটি এক দিন এগিয়ে দেওয়া হয়েছে । অর্থাৎ ১৪ অক্টোবর পাকিস্তানের মুখোমুখি হবে টিম ইন্ডিয়া ।
সম্প্রতি ক্রিকেট বোর্ড ২০২৩ সালের বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে। সেই সূচি অনুযায়ী,১৫ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারত ও পাকিস্তানের মধ্যে একটি ম্যাচ হওয়ার কথা ছিল । যেহেতু ১৫ অক্টোবর নবরাত্রির প্রথম দিন, তাই ভারত-পাকিস্তানের ম্যাচের তারিখ পরিবর্তন করা হয়েছে। ফলে ভারত-পাকিস্তানের ম্যাচটি এখন ১৫ অক্টোবরের পরিবর্তে ১৪ অক্টোবর অনুষ্ঠিত হবে । তবে ভারত-পাকিস্তানের ম্যাচের ভেন্যু পরিবর্তন করা হয়নি । আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই হাইভোল্টেজ ম্যাচ ।
রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল ওডিআই ২০২৩ শুরু করবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে । চেন্নাইয়ে ৮ অক্টোবর মুখোমুখি হবে দু’দল । টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৯ নভেম্বর নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ।।