এইদিন স্পোর্টস নিউজ,১৭ ফেব্রুয়ারী : বোলারদের অসাধারণ বোলিং এবং যাশাভি জসওয়ালের দুর্দান্ত সেঞ্চুরির সুবাদে বড় লিডের পথে ভারত । এখনো পর্যন্ত ৩২২ রানে এগিয়ে আছে টিম ইন্ডিয়া । হাতে আছে ৮ উইকেট । এদিকে মায়ের অসুস্থতার কারণে টেস্টের মাঝপথে দল ছেড়ে চলে গেছেন রবিচন্দ্রন অশ্বিন। কিন্তু তার অনুপস্থিতি ভারতের জন্য কোনো বাধা হয়ে দাঁড়ায়নি ।
টস জিতে ব্যাটিংয়ে নেমে ভারত প্রথম ইনিংসে ৪৪৫ রান সংগ্রহ করে। রোহিত শর্মা ১৩১ এবং রবীন্দ্র জাদেজা করেন ১১২ রান। ইংল্যান্ডের হয়ে চারটি উইকেট নেন মার্ক উড। তৃতীয় দিনে দুই উইকেটে ২০৭ রান নিয়ে ব্যাটিংয়ে নামে ইংল্যান্ড। দ্বিতীয় দিনে লড়াইয়ের আভাস দিলেও আজ হতাশ করেন ইংল্যান্ডের ব্যাটাসম্যানরা । আজ মাত্র ১১২ রানে অলআউট হয় ইংল্যান্ড। ভারতের হয়ে চারটি উইকেট নেন মোহাম্মদ সিরাজ।
১২৬ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে ভারত। প্রথম ইনিংসে ১৩১ রানের ইনিংস খেলা রোহিত শর্মা এদিন ১৯ রানে আউট হন । তবে দ্বিতীয় উইকেটে ১৫৯ রানের জুটি গড়েন জসওয়াল ও শুভমান গিল। এদিন ১০৪ রান করে রিটায়ার্ড আউট হন জসওয়াল। দিনের শেষ দিকে রজত পতিদার শূন্য রানে ফিরলে দুই উইকেটে ১৯৬ রান নিয়ে দিনের খেলা শেষ করে ভারত । ৬৫ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন গিল ।।