এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,১৭ ডিসেম্বর : আগামী বছর(২০২৩) ভারতে আইসিসি ওডিআই বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা । কিন্তু ওয়ানডে বিশ্বকাপ ভারতের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হতে পারে বলে খবর । শোনা যাচ্ছে, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এবং বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) মধ্যে ট্যাক্স নিয়ে বিরোধ চলছে । আর বিশ্বকাপের আগে সেই বিরোধের নিষ্পত্তি না হলে বিশ্বকাপ পরিচালনার দায়িত্ব হারাতে পারে বিসিসিআই ।
রিপোর্ট অনুযায়ী,২০১৬ সাল থেকে আইসিসি ও বিসিসিআই-এর মধ্যে ট্যাক্স নিয়ে বিবাদ চলছে । ওই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন করেছিল বিসিসিআই । ভারত সরকারের কাছ থেকে এই ছাড় না পাওয়ায় ১৯০ কোটি টাকা দিতে হয়েছিল আইসিসিকে । ওডিআই বিশ্বকাপ নিয়েও ফের একই সমস্যা দেখা দিয়েছে । ভারত যদি ফের ট্যাক্স ছাড় না দেয় তাহলে আইসিসিকে ৯০০ কোটি টাকা দিতে হবে । এখন বিসিসিআই যদি ভারত সরকারকে ট্যাক্স ছাড়ে রাজি করাতে না পারে তাহলে ভারতের কাছ থেকে ওয়ানডে বিশ্বকাপের দায়িত্ব কেড়ে নিয়ে অন্য কোনো দেশকে দিতে পারে আইসিসি ।।