এইদিন ওয়েবডেস্ক,পাকিস্তান,২৬ এপ্রিল : পাকিস্তানে প্রথম হামলা চালালো ভারত । তবে কোনো মিশাইল দিয়ে এই হামলা চালানো হয়নি । হাতিয়ার হিসাবে ব্যবহার করা হয়েছে নদীর জলকে । পূর্ব ঘোষণা ছাড়াই আজ শনিবার ভারত অপ্রত্যাশিতভাবে ঝিলাম নদীতে জল ছেড়ে দেওয়ার পর পাকিস্তানে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
পাকিস্তানের মিডিয়া এবং ভাইরাল প্রেস বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে যে ভারত কোনও নোটিশ ছাড়াই অতিরিক্ত জল ছেড়ে দেওয়ার পরে ঝিলাম নদী মাঝারি বন্যার সৃষ্টি হয়েছে । নদীর পার্শ্ববর্তী এলাকা ৮-৯ ফুট জলের তলায় চলে গেছে । জলের স্তর দ্রুত বাড়ছে বলে জানানো হয়েছে । জনসাধারণকে নদীর তীর থেকে দূরে থাকতে এবং গবাদি পশুদের নিরাপদে রাখার জন্য অনুরোধ করা হয়েছে । পাকিস্তানের মিডিয়া অভিযোগ করেছে যে নদীর জলকে হাতিয়ার হিসাবে ব্যবহার করছে ভারত ।।