এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,১৯ এপ্রিল : লোকসভা নির্বাচনের প্রথম ধাপের ভোটিং শুক্রবার সন্ধ্যা 6 টায় প্রায় শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে, বিভিন্ন রাজ্যের ১০২ টি আসনে গড়ে মোট ৬০ শতাংশ ভোট পড়েছে। ২১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটগ্রহণ আজ সকাল ৭টায় শুরু হয়ে শেষ হয়েছে সন্ধ্যা ৬টায়। নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটগ্রহণ শেষ হলে সব মিলে গড়ে প্রায় ৬০ শতাংশ ভোট পড়েছে । সবচেয়ে বেশি ভোট পড়েছে পশ্চিমবঙ্গে, ৭৭.৫৭ শতাংশ । তামিলনাড়ুতে ৬৩.২ শতাংশ, রাজস্থানে ৫০.৩ শতাংশ,উত্তর প্রদেশে ৫৭.৫ শতাংশ এবং মধ্যপ্রদেশে ৬৩.৩ শতাংশ ।
এদিকে ভারতের লোকসভা নির্বাচনে দেশবাসীকে শুভকামনা জানিয়েছেন ডাচ সংসদ গির্ট ওয়াইল্ডার্স । ভারতবাসীকে দেওয়া সেই শুভকামনায় পাকিস্তানকে তিনি তিনি ‘বর্বর ইসলামপন্থী’ বলে অবিহিত করেছেন । আজ শুক্রবার দুপুরে নিজের এক্স হ্যান্ডেলে গির্ট ওয়াল্ডার্স টুইট করেছেন, ‘আমার প্রিয় ভারতের বন্ধুরা আজ থেকে শুরু হওয়া তোমাদের জাতীয় নির্বাচনের জন্য শুভকামনা। ভারত একটি শক্তিশালী গর্বিত হিন্দু-জাতি এবং একটি সত্যিকারের গণতন্ত্র – তার বর্বর ইসলামপন্থী প্রতিবেশী পাকিস্তানের বিপরীতে ।’
এদিকে আজ প্রথম দফায় তামিলনাড়ুর ৩৯টি আসনেই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রাজস্থানে ১২ , উত্তর প্রদেশ ৮, মধ্যপ্রদেশে ৬,উত্তরাখন্ডে ৫,অরুণাচল প্রদেশে ২, মেঘালয় ২, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ১, মিজোরাম ১, নাগাল্যান্ড ১ , পুদুচেরি ১, সিকিম ১, লাক্ষাদ্বীপ ১ আসাম ও মহারাষ্ট্রের প্রতিটিতে ৫ টি, বিহারে ৪ টি, পশ্চিমবঙ্গের ৩ টি, মণিপুরে দুটি এবং ত্রিপুরা, জম্মু ও কাশ্মীর এবং ছত্তিশগড়ে একটি করে আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।লোকসভা নির্বাচনের পাশাপাশি, সিকিম এবং অরুণাচল প্রদেশে চলমান বিধানসভা নির্বাচনে যথাক্রমে ৬৭.৫ এবং ৬৪.৭ শতাংশ ভোটার ভোট পড়েছে। প্রথম ধাপে, কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি, কিরণ রিজিজু এবং অর্জুন রাম মেঘওয়াল সহ ১০২ টি আসনের মোট ১,৬২৫ জন প্রার্থীর ভাগ্যপরীক্ষা হয়।।