এইদিন ওয়েবডেস্ক,ইসলামাবাদ,২৫ জানুয়ারী :ভারত বর্তমানে সাংহাই সহযোগিতা সংস্থার (SCO) সভাপতিত্ব করছে । আর ওই সংস্থার মধ্যে রয়েছে রাশিয়া, চীন, ভারত, পাকিস্তান, ইরান এবং মধ্য এশিয়ার দেশগুলি । সদস্য রাষ্ট্রগুলির প্রধান বিচারপতিদের সম্মেলন,বিদেশ মন্ত্রীদের একটি সভা এবং ২০২৩ সালে একটি শীর্ষ সম্মেলন সহ বেশ কয়েকটি ইভেন্টের আয়োজন করতে চলেছে নয়াদিল্লি । সঙ্গত কারনেই রাশিয়া ও চীনের পাশাপাশি পাকিস্তানের প্রধান বিচারপতি উমর আত্তা বন্দিয়াল এবং বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারিকে আমন্ত্রণ জানানো হয়েছে ভারতের পক্ষ থেকে ।
কিন্তু পাকিস্তানের প্রধান বিচারপতি এবং বিদেশমন্ত্রী অনুষ্ঠানে যোগ দেবেন কিনা তা স্পষ্ট নয় । পাকিস্তান এখনও ভারতীয় আমন্ত্রণে সাড়া দেয়নি বলে খবর । তবে দেশের প্রবল আর্থিক সঙ্কট ও দ্রব্যমূল্য বৃদ্ধির মাঝে এসসিও-এর মত একটি গুরুত্বপূর্ণ ফোরামে পাকিস্তানের যোগ না দেওয়ার সম্ভাবনা এক প্রকার নেই বলে মনে করছে অভিজ্ঞ মহল । এসসিও বিদেশমন্ত্রীদের বৈঠকটি গোয়ায় হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে এক্সপ্রেস ট্রিবিউন ।।