এইদিন স্পোর্টস নিউজ,২২ নভেম্বর : অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পার্থ টেস্টের প্রথম দিনেই শক্তিশালী অবস্থানে পৌঁছেছে ভারত। ভারত ৮৩ রানে লিড এবং অস্ট্রেলিয়া ৭ উইকেট হারিয়েছে। অপটাস স্টেডিয়ামে ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। কোনো ব্যাটসম্যানই হাফ সেঞ্চুরি করতে পারেননি। শেষ পর্যন্ত ১৫০ রানে গুটিয়ে যায় দল। জশ হ্যাজেলউড নেন ৪ উইকেট। প্রথম দিনের শেষে ৭ উইকেটে অস্ট্রেলিয়ার রান ৬৭। এককথায় বলা যায় প্রথম দিনেই জমে গেল ভারত- অস্ট্রেলিয়ার মধ্যে বর্ডার-গাভাসকার টেস্ট সিরিজের প্রথম টেস্ট।
অস্ট্রেলিয়া ৬৭ রানে ৭ উইকেট হারিয়ে বোলিংয়ে ফিরেছে ভারত। দিন শেষে দলের সংগ্রহ ৬৭ রান, অ্যালেক্স ক্যারি ১৯ রান এবং মিচেল স্টার্ক ৬ রান করে অপরাজিত থাকেন। ভারতের হয়ে জসপ্রিত বুমরাহ ৪টি ও মোহাম্মদ সিরাজ ২টি উইকেট নেন।
ভারত ৭৩ রানের মাথায় ৬ উইকেট হারিয়ে সমস্যায় পড়েছিল। নীতীশ রেড্ডি ৪১ রান করে ভারতকে লড়াইয়ে ফেরায় । খাতা খুলতে পারেননি যশস্বী জয়সওয়াল ও দেবদত্ত পদিকল। বিরাট কোহলি ৫ রান, ধ্রুব জুরেল ১১ রান এবং ওয়াশিংটন সুন্দর করেন ৪ রান করেন । নীতীশ রেড্ডি ৪১ রান (৫৯ বলে) এবং উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পান্ত ৭৮ বলে ৩৭ রান করেন। সপ্তম উইকেটে ৪৮ রানের জুটি গড়েন এই জুটি। কেএল রাহুল ৭৪ বলে ২৬ রানের অবদান রাখেন। অস্ট্রেলিয়ার হয়ে জশ হ্যাজেলউড নেন ৪ উইকেট। প্যাট কামিন্স, মিচেল মার্শ ও মিচেল স্টার্ক নেন ২টি করে উইকেট।
প্রথম দিনে অস্ট্রেলিয়ার হয়ে ট্র্যাভিস হেড ১১, নাথান ম্যাকসুইনি ১০, উসমান খাজা ৮, মিচেল মার্শ ৬, প্যাট কামিন্স ৩ ও মার্নাস লাবুসচেন ২ রান করেন। খাতা খুলতে পারেননি স্টিভ স্মিথ। ভারতের হয়ে জসপ্রিত বুমরাহ ৪টি ও মোহাম্মদ সিরাজ ২টি ও হর্ষিত রানা ১টি উইকেট নেন।।