এইদিন ওয়েবডেস্ক,আমস্টারডাম,১৫ আগস্ট : খাতায় কলমে ভারত স্বাধীন হয়েছিল ১৯৪৭ সালের ১৫ আগস্ট । তার ঠিক একদিন আগে স্বাধীনতা দিবস উদযাপন করে পাকিস্থান । বিশ্বের বহু রাষ্ট্র দু’দেশের এবারের স্বাধীনতা দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছে । কিন্তু নেদারল্যান্ডসের সাংসদ গির্ট ওয়াল্ডার্সের শুভেচ্ছা বার্তা সকলের নজর কেড়েছে । ভারতবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে তিনি লিখেছেন, ‘ভারত আমি তোমাকে ভালবাসি ।’ অন্যদিকে পাকিস্থানের স্বাধীনতা উদযাপনের বার্তায় শ্লেষ ঝড়ে পড়েছে ওয়াল্ডার্সের লেখনীতে । পাকিস্থানকে তিনি ‘পৃথিবীর নরক’ বলে অবিহিত করেছেন ।
সোমবার(১৪ আগস্ট ২০২৩) ৯ টা ৪৩ মিনিটে ভারতের জাতীয় পতাকা পোস্ট করে শুভেচ্ছা বার্তায় গির্ট ওয়াল্ডার্স লিখেছেন,’১৫ আগস্ট স্বাধীনতা দিবসের জন্য ভারতকে অভিনন্দন! একটি শক্তিশালী এবং সত্যিকারের গণতন্ত্র, ধর্মনিরপেক্ষ, কিন্তু একটি প্রভাবশালী হিন্দু পরিচয় এবং মূল্যবোধের সাথে । আমি ভারতীয় এবং হিন্দুদের সাথে আমার বন্ধুত্ব লালন করি। ভারত আমি তোমাকে ভালবাসি ।’
তার ঠিক একদিন আগে রবিবার(১৩ আগস্ট ২০২৩) আগ্নেয়াস্ত্র হাতে এক সন্ত্রাসবাদীর ছবিসহ পাকিস্তানের জাতীয় পতাকার ছবি পোস্ট করে ডাচ সাংসদ লিখেছেন,’১৪ আগস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবস: একটি ১০০ শতাংশ ইসলামিক সন্ত্রাসী রাষ্ট্র । হিন্দুদের বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে, খ্রিস্টানদের বিরুদ্ধে, ধর্মত্যাগীদের বিরুদ্ধে, স্বাধীনতার বিরুদ্ধে এবং মুহাম্মদের বর্বরতার সমালোচনাকারী তথাকথিত ধর্ম নিন্দাকারীদের বিরুদ্ধে সন্ত্রাস চালানো দেশ । পাকিস্তান পৃথিবীর নরক ।’।